বাগেরহাটের চিতলমারীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগের দু’পক্ষের সংঘর্ষে মহিলা ও শিশুসহ প্রায় ২৩ জন আহত। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন আটক ৬।
রবিবার সকালে উপজেলার চরচিংগুরিয়া এলাকয় এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে উপজেলার কলাতলা ইউনিয়নের চরচিংগুরিয়া গ্রামের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বাদশা গ্রুপ এবং রুস্তম আলী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল।
এর জের ধরে সকালে উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয়পক্ষের প্রায় ২০-২৫ জন আহত হয়।
আহতরা হলেন- রুস্তম গ্রুপের রুস্তম আলী শেখ (৬০), আলকাম শেখ (৫০), সোহেল শেখ (১৬), এমামুল হক (২৫), কায়সার আলী শেখ (৬০), চান্দু শেখ(২২), মনোয়ারা বেগম (৩৫), হাবিবুর রহমান (৬০), নাদিরা আক্তার (১৫), জেসমিন আক্তার (১২), পারভিন আক্তার (১৭), আলমগীর শেখ(৩৮), রফিকুল ইসলাম এবং বাদশা মেম্বর গ্রুপের সোহেল শেখ (২০), সোহাগ (৩০), টুকু শেখ (২৫), জিল্লর শেখ (৩০), কামরুল (২৬), রুবেল শেখ (২০), রমজান শেখ (২৮), জাহিদ শেখ (৩০), আক্কেল মোল্লা (২২), তিনু শেখ (৩২)।
আহতদের চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, টুঙ্গিপাড়া, মোল্লাহাট, গোপালগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মো. বাদশা শেখ কোন মন্তব্য করতে রাজি হননি। অপরদিকে অন্য পক্ষের রুস্তম আলীর সাথে বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা বাগেরহাট ইনফোকে জানান, বর্তমানে পসিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষে আশঙ্কায় এলাকায় অতিরুক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
তিনি জানান, এখন পর্যন্ত এ ঘটনায় দেশীয় অস্ত্র, ঢাল, সড়কি ও লাঠিসোটাসহ উভয় পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষনিক আটককৃতদের নাম জানাতে পারেননি তিনি।
০৩ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই