দেশ ব্যাপি বিএনপিসহ ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালে প্রথমদিন সকালে হরতালের সমর্থনে ১৮ দলীয় জোটের নেতা কর্মীরা বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে।
সোমরার সকাল ৮টায় শহরের দশানি মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আবার দশানি মোড়ে গিয়ে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাধারন সম্পাদক আলীরেজা বাবু, সহ-সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান দিপু, দপ্তর সম্পাদক অধ্যাপক হাদিউজ্জামান হিরো, ১৮ দলের সদস্য সচিব এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, আলহাজ্ব জুলফিককার আলী, জেলা শ্রমিকদলের সভাপতি সরদার লিয়াকত আলী, যুবদলের সাধারণ সম্পাদক মেহেবুবুল হক কিশোর, ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন মোল্লা সুজন প্রমুখ।
এদিকে, সোমবার সকালে শিবির কর্মীরা মংলা-খুলনা মহাসড়কের কবিরাজবাড়ীর মোড় ও গুনাই ব্রিজ এলাকায় টায়ারে আগুন ও রাস্তায় বৈদ্যুতির খুটি ফেলে সড়ক অবরোধ করেছে।
তবে এবারও হরতালের প্রভাব পড়েনি মংলা বন্দরের পণ্য বোঝাই-খালাস কাজে। বন্দর জেটি, কন্টেইনার ইয়ার্ড ও চ্যানেলে অবস্থানরত জাহাজগুলোতে অন্যান্যদিনের মত আজও পণ্য বোঝাই-খালাস কাজ চলছে। তবে বন্ধ রয়েছে সড়ক পথে পণ্য পরিবহণ।
বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম এইচ আর ভূইয়া বাগেরহাট ইনফোকে জানান, বন্দরে কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ উপস্থিতিতে সকল কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে।
এদিকে, দু’একটি টেম্পু ও অটোরিকশা চলাচল করলেও হরতালের কারনে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী সাধারণ।
বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফোকে জানান, হরতালে জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাশকতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্ব মোড়ে পুলিশ মোতায়েন ও টহল জোরদার রয়েছে।
০৪ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই