বাগেরহাটের মংলায় ১শ৩০ বোতল ফেনসিডিল ও একটি ইঞ্জিনচালিত ট্রলারসহ আসাবুর রহমান (৫০) নামে একজনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকাল সাড়ে ৩টায় মংলার বাগেরহাট জেটি নামক এলাকায় থেকে গোপন খবরে ভিত্তিতে একটি ইঞ্জিন চালিত ট্রলারের সহ তাকে আট করে পুলিশ।
আটককৃত আসাবুর রহমানের বাড়ি সাতক্ষীরা জেলার আসাশনী থানার জামাল নগর গ্রামে।
মংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, বিকাল সাড়ে ৩টায় মংলার বাগেরহাট জেটি নামক এলাকায় ফেন্সিডিল পাচারের খবর পেয়ে একটি ইঞ্জিন চালিত ট্রলারের গতিরোধ করে পুলিশ। এ সময় ট্রলারটি তল্লাশী করে অন্যান্য জিনিসের মধ্যে লুকানো অবস্থায় ১৩০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়।
পরে মাদক পাচারের অভিযোগে ট্রলারসহ মাঝি আছাবুরকে আটক করে পুলিশ।
তিনি আরও জানান, জব্দকৃত ফেনসিডিল সাতক্ষীরার জেলার আশাশুনী উপজেলার বরদাল থেকে বাগেরহাট জেলার মোরেলগঞ্জ উপজেলায় নেওয়া হচ্ছিল। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
আটক আসাবুর রহমান জানান, তিনি একজন ট্রলার মাঝি । আশাশুনী থেকে বিভিন্ন মালামাল নিয়ে মোরেলগঞ্জ যাচ্ছিলেন। তবে বস্তার মধ্যে ফেনসিডিল ছিল তা তিনি জানতে না।
আটক ফেন্সিডিলের বর্তমান বাজার মূল্য প্রায় ৮০হাজার টাকা বলে থানা পুলিশ সূত্র জানিয়েছেন।
০২ নভেম্বর ২০১৩ :: এমএম ফিরোজ, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই