প্রচ্ছদ / খবর / ফকিরহাটে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়ের উপর হামলা

ফকিরহাটে জাতীয় ফুটবল দলের খেলোয়াড়ের উপর হামলা

বাগেরহাটের ফকিরহাটে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের খেলোয়াড়ের মো. জিয়াউর রহমান জিয়ার (৩২) উপর হামলার অভিয়োগ পাওয়া গেছে।
শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার মূলগর বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে তিনি ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি আছেন।
খেলোয়াড় মো. জিয়াউন রহমাল জিয়া মুঠোফোনে বাগেরহাট ইনফোকে জানান, শুক্রবার সন্ধা সাড়ে ৭টার দিকে উপজেলার মূলগর বাজার দিয়ে মটর সাইকেলে যাবার পথে মোড়ে তার উপর হামলা চালায় মূলঘর ইউনিয়নের চেয়ারম্যান তহিদুল ইসলাম পাপলু।
এসময় চেয়ারম্যানের লোকজন তার মার ধর করে বলে অভিয়োগ করেন তিনি।
কি কারনে তার উপর হামল হয়ে থাকতে পারে তা জানতে চাইলে জিয়া বাগেরহাট ইনফোকে বলেন, ঈদ ও পূজার সময় তিনি শুভেচ্ছা জানিয়ে এলাকায় পোষ্টার লাগানার জন্য তার উপর এ হামলা করা হয়। তিনি আগামীতে ইউপি নির্বাচনে অংশ গ্রহনে আগ্রহী বলে এসময় জানান তিনি।
তবে, এব্যাপারে মূলঘর ইউপি চেয়ারম্যান তহিদুল ইসলাম পাপলুর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বিকার করে বাগেরহাট ইনফোকে বলেন, জিয়া তার শাশুড়ির সাথে খারাপ ব্যাবহার করায় স্থানীয় কয়েক জন মুরব্বি তাকে মূলগর মোড় এলাকায় ক্ষমা চাইতে বলেন। পরে তিনি সেখানা তাদের কাছে ক্ষমা চেয়ে চলে যান।
তার উপর কোন হামল হয়নি। জিয়া ঢাকায় ফুটবল খেলেন তবে, তিনি জাতীয় দলের খেলোয়াড় নয় বলেও দবি করেন তিনি।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আনোয়ার হোসেন বাগেরহাট ইনফোকে জানান, সন্ধায় মূলগর বাজারে ফুটবল খেলোয়াড় জিয়া এবং ইউপি চেয়ারম্যান পাপলুর মধ্যে কথা কাটাকাটির কথা শুনে পুলিশ ঘটনা স্থলে যায়। বিষয়টি নিজেদের মধ্যে মিমাংসার হয়ে গেছে বলে জানান তিনি।
উল্লেখ, জিয়াউর রহমান জিয়া বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ৩০ নম্বর জার্সি নিয়ে খেলেন। তার বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর ইউনিয়নের মূলঘর গ্রামে।
০১ নভেম্বর ২০১৩ :: নিউজ  ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

 

About ইনফো ডেস্ক