দেশের দক্ষিণাঞ্চলে কয়েকটি জেলা সফরে অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় এখন গোপালগঞ্জ। এ সফরের অংশ হিসাবে শনিবার তিনি খুলনায় যাবেন।
খুলনায় যাবার পথে সকাল সাড়ে ১০ টায় তার বাগেরহাটে খানজাহান আলীর মাজার জিয়ারতের কথা ছিল। কিন্তু তিনি কাল বাগেরহাটে যাচ্ছেন না।
বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বাগেরহাট ইনফোকে বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, শনিবার সকাল ১১টায় খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে একটি মতবিনিময়ের যোগ দেবার পথে আলীর মাজার জিয়ারতের জন্য জয়ের বাগেরহাট আসার কথা থাকলেও তিনি আসছেন না।
বাগেরহাট না এলেও তিনি সকালে বাগেরহাটের মোল্লাহাট- ফকিরহাট- কাটাখালি হয়ে খুলনা পৌঁছাবেন বলে জানান তিনি।
এদিকে জয়ের আগোমন উপলক্ষে তাকে স্বাগত জানাতে খুলনা-মাওয়া মহাসড়কের মোল্লাহাট থেকে কাটাখালি এবং কাটাখালি থেকে মাজার পর্যন্ত কয়েক শত তোরণ নির্মান করা হয়েছে বলে জানা গেছে।
অপর একটি সূত্র মতে, চলতি মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাগেরহাট সফরের সম্ভাবনা রয়েছে। যার জন্য শনিবার জয়ের বাগেরহাট আগমন বাতিল কারা হয়েছে।
০১ নভেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই