প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় আগামী শনিবার বাগেরহাটে আসছেন।
শনিবার সকাল সাড়ে ১০ টায় তার বাগেরহাট খানজাহান আলীর মাজারে পৌঁছানোর কথা রয়েছে।
বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু বাগেরহাট ইনফোকে বিষয়টি নিশ্চত করেছেন।
তিনি জানান, খানজাহান আলীর মাজার জিয়ারত করার জন্য তিনি শনিবার গোপালগঞ্জ থেকে বাগেরহাটে আসবেন। মাজার জিয়ারত করে তিনি খুলনা চলে যাবেন। বাগেরহাটে আওয়ামীলীগের নেতা কর্মীদের সাথে কোন মতবিনিময় বা কোন প্রকার রাজনৈতিক সমাবেশ করবেন না বলেও জানান তিনি।
তবে জেলা আওয়ামীলীগ বা এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে তাকে কোন প্রকার সম্বার্ধনা বা স্বাগত জানাতে কোন অনুষ্ঠান থাকছে কি না তা তিনি নিশ্চিত করেন নি।
এদিকে অন্য একটি সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে সজিব ওয়াজেদ জয় ও শেখ রেহানা পুত্র রেদোয়ান সিদ্দিকী ববি শুক্রবার থেকে দক্ষিণাঞ্চলে কয়েকটি জেলা সফর করবেন।
প্রধানমন্ত্রীর উপ- প্রেস সচিব আশরাফুল আলম খোকন মুঠোফোনে জানান, নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে সজিব ওয়াজেদ জয় ও রেদোয়ান সিদ্দিকী ববি দক্ষিণাঞ্চলের কয়েকটি জেলা সফর করবেন।
আগামীকাল শুক্রবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নিবেন তারা।
শুক্রবার গোপালগঞ্জে কর্মসূচী শেষে শনিবার বাগেরহাট হয়ে খুলনার একটি অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।
তবে বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) নিজামুল হক মোল্যা বাংলানিউজকে বলেন, সজীব ওয়াজেদ জয়ের আগমন উপলক্ষ্যে সরকারী ভাবে কোন কর্মসূচির কথা তার জানা নেই।
৩১ অক্টোবর ২০১৩ ::ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই