দেশ ব্যাপি বিএনপি-জামায়াতসহ ১৮ দলের ডাকা ৬০ ঘন্টার হরতালে দিত্বীয় দিন সোমবার বাগেরহাটের মোরেলগঞ্জে বিএনপি নেতা কর্মীরদের উপর হামলা, স্বেচ্ছাসেবক দলের অফিস ভাংচুর ও পিকেটিং এর ঘটনা ঘটেছে।
মোরেলগঞ্জ পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি হুমাউন কবির কিসলু বাগেরহাট ইনফোকে জানান, সোমবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় ছাত্রলীগ-যুবলীগের নেতা কর্মীরা পূরাতন থানা রোডে তাদের অফিস ভাঙচুর করেছে।
এসময় তারা বিএনপি নেতা কর্মীদের উপর হামলা চালায় বলে জানন তিনি।
এদিকে মোরেলগঞ্জ পৌর বিএনপি নেতা ফরিদুল ইসলাম বাগেরহাট ইনফোকে জানান, সকালে হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতি কলে আওয়ামীলীগের হামলায় তাদের ৫ কর্মী আহত হয়েছেন।
তিনি জানান, মিছিলের জন্য নেতা কর্মীরা উপজেলা সদরের বাজারের কাছে জড় হলে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়। এসময় শফিকুল ইসলাম, জাকির হোসেন, বাবুল সেখ, নওশের হোসেনসহ ৫জন আহত হয়। তাদেরকে মোরেলগঞ্জ ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এসময় হামলা কারীরা বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল এবং কাজী মনিরুজ্জামা শিপনের বাড়িতেও হামলা ও ভাংচুর চালায় বলে জানান তিনি।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমাল স্বেচ্ছাসেবক দলের অফিস ভাংচুরের ঘটনা স্বিকার করে বাগেরহাট ইনফোকে জানান, ঘটনা স্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে, কেটিংয়ের সময়ে বাগেরহাটের ফকিরহাটের শুকদাড়া নামক স্থান থেকে দুই বিএনপি কর্মীকে আটক করেছে বলে বাগেরহাট জেলা বিএনপির সাধারন সম্পাদক আলী রেজা বাবু জানান।
এদিকে সকালে ১৮ দলীয় জোটের ব্যানারে বাগেরহাট জেলা বিএনপির সভাপতি এমএ সালাম ও সদস্য সচিব এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে শহরে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এছাড় সকাল থেকে জেলার ফকিরহাটের বিশ্বরোড মোড়, রামপালের ফয়লা ও চেয়ারম্যানের মোড়, সদরের দশানীসহ খুলনা-বাগেরহাট ও খুলনা-মংলা মহাসড়কের পিকেটিং করেছে বিএনপি সহ ১৮ দলের নেতা কর্মীরা।
অপরদিকে হরতালের কারনে সকাল থেকে জেলার অভ্যন্তরীণ রুটে সব ধরণের যান চলাচল বন্ধ রয়েছে। দু’একটি টেম্পু ও অটোরিকশা চলাচল করতে দেখা গেছে।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফোকে জানান, দু’একটি তুছ ঘটনা ছাড়া বাগেরহাটে এখন পর্যন্ত হরতাল শান্তিপূর্ণভাবে চলছে। জেলার কোথাও বড় ধরনের কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
২৪ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই