বাগেরহাটে ১৮ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনষ্ঠিত হয়েছে। এদিকে কচুয়ায় মিছিলে যোগদানের উদ্দেশে বাড়ি থেকে বের হলে হামলার স্বিকার হয়েছে উপজেলা বিএনপির নেতা কর্মীরা।
শহরে ১৮ দলের মিছিলটি সকালে জেলা বিএনপি’র কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাজার চার রাস্তা মোড়ে গিয়ে সমাবেশ করে।
জেলা বিএনপি’র সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জান দীপুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ বক্তৃতা করেন ১৮ দলীয় জোটের সদস্য সচিব অ্যাডভোকেট শেখ আবদুল ওয়াদুদ, মাওলানা রেজাউল করিম, হাদিউজ্জান হিরো, মেহেবুবুল হক কিশোর, সুজাউদ্দিন মোল্লা সুজন, শামিম আহসান, সরদার লিয়াকত আলী প্রমুখ।
এসময় বক্তারা পাড়া-মহল্লার প্রতিরোধ কমিটি গুলোকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন।
এদিকে শুক্রবার সকালে কচুয়া উপজেলা বিএনপির মিছিলে যোগদানের উদ্দেশে বের হলে আওয়ামীলীগের হামলায় ৪ বিএনপি নেতা আহত হয়েছে বলে দাবি করেছে উপজেলা বিএনপি।
কচুয়া থানা বিএনপির সভাপতি হাজরা আসাদুল ইসলাম পান্না বাগেরহাট ইনফোকে জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাদারতলা এলাকা থেকে বিএনপির মিছিলে যোগদানের জন্য বাসা থেকে বাজারের উদ্দেশে যাবার সময় তাদের উপর হামলা চালায় আওয়ামীলীগের সন্ত্রাসীরা।
এসময় তারা কুপিয়ে যখম করে গজালিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি নুরুল ইসলাম (৩০) ও ইউনিয়ন মৎসজীবী দলের সহসভাপতি মুজিবর রহমান হাওলাদার (৪০), ইউনিয়ন ছাত্র দলের যুগ্ম-সাধারন সম্পাদক আল আমিন ও যুবদল কর্মী লালনকে। এদের মধ্যে নুরুল ইসলাম ও মুজিবর রহমানের অবস্থা গুরুতর।
তিনি আরও বলেন, কচুয়ার গজালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলম হাওলাদার ও সহসভাপতি বাবুল হাওলাদারের নেতৃতে ১০-১৫ জনের একদল সন্ত্রাসীরা এ হামলা চালায়।
জেলা বিএনপির সাধার সম্পাদক আলী রেজা বাবু বাগেরহাট ইনফোকে বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা সেখান কার মোড়ে মোড়ে অবস্থান নিয়েছে। আহতদের হাসপাতালে নিতেও বাধা দিচ্ছে তারা।
তবে এব্যাপারে কচুয়া উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান এর এস এম মফুজুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বাগেরহাট ইনফোকে জানান, এখনও এমান কোনা ঘটনা তিনি শোনেন নি।
তিনি আরও বলেন, আলম হাওলাদার নামে আওয়ামীলীগ এর কোন ইউপি নেতাকে চেনেন না।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান হামলার বিষয়টি স্বিকার করে বাগেরহাট ইনফোকে জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
২৫ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই