বাগেরহাটের মোরেলগঞ্জে নাশকতার সৃষ্টির উদ্দেশে গোপন বৈঠকালে জামায়াত-শিবিরের আট কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় উপজেলার নব্বইরশি বাস্ট্যান্ড সংলগ্ন আউয়াল মাঝির বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মোরেলগঞ্জের মাধবকাঠি ফাজিল মাদরাসার আরবির প্রভাষক মাহমুদুর রহমান (৩৫), তার ভাই গুলিশাখালী ফাজিল মাদরাসার প্রভাষক মঞ্জুরুল রহমান (২৮) ও মাসুদুর রহমান (৩৩), উত্তর সরালিয়া গ্রামের আসাদুর রহমান (১৮), মোরেলগঞ্জ রাজৈর ফাজিল মাদরাসার উপাধ্যাক্ষ হাবিবুর রহমান (৫৫), ভাসানদল গ্রামের এ্যাড. মোহম্মদ মহিবুল্লাহ (২৮), হরতকিতলা গ্রামের সালাউদ্দিন খান (১৮) এবং ঝালকাঠি সদরের বেসাইনখান গ্রামের মো. হুমায়ুন কবীর (৩৮)।
নাশকতার পরিকল্পনার উদ্দেশে গোপন বৈঠককালে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে আটককৃতরা দাবি করেছেন, তারা পার্শবর্তি জামিরতলা গ্রামের মাসুদুর রহমানের সাথে তার স্ত্রী সাথে বিবাহ বিচ্ছেদের বিষয়ে উভয় পক্ষের মধ্যে শালিষ বৈঠকের জন্য সেখানে এসেছিলেন। এ বৈঠকে সরকারের বিরুদ্ধে নাশকতা সৃষ্ঠির বৈঠক হিসেবে পুলিশের কাছে জানানো হলে পুলিশ সেখান থেকে উভয় পক্ষের ৮জনকে গ্রেফতার করে।
তবে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বাগেরহাট ইনফোকে জানান, নব্বইরশি বাসস্ট্যান্ড এলাকায় আউয়াল মাঝি নামে এক ব্যক্তির বাড়িতে নাশকতামূলক কর্মকান্ড সৃষ্টির উদ্দেশে গোপন বৈঠক কালে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এরা সবাই জামায়াত ও শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতা।
তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এঘটনায় মঙ্গলবার রাত ৮টায় বিশেষ ক্ষমতা আইনে মোরেলগঞ্জ থানায় একটি মামলা দায়ের কারা হচ্ছে বলে জানান তিনি।
২২ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই