বাগেরহাটের শরণখোলায় ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশীসহ ৪ বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
রোববার দুপুরে উপজেলার পাঁচ রাস্তার মোড় এলাক থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলা বিএনপি নেতা ও জাতীয় নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী কাজী মনিরুজ্জামান মনির, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবজাল হোসেন জমাদ্দার, বিএনপি নেতা সোহেল ও বানিয়াখালী ওয়ার্ড যুবদলের সহসভাপতি মুন্না ফরাজী।
গ্রেপ্তারকৃত সবার বাড়ি পার্শবর্তী মোরেলগঞ্জ উপজেলায়।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বাগেরহাট ইনফোকে জানান, মোরেলগঞ্জ উপজেলা বিএনপি নেতা মনিরুজ্জামানের নেতৃত্বে দুপুরে একটি মোটরসাইকেল বহর শরণখোলা আসে। বহরটি উপজেলা সদরের পাঁচ রাস্তার মোড়ে এলে স্থানীয়রা আতংকিত হয়ে পুলিশে খবর দেয়।
পরে আইনশৃঙ্খলার অবনতি হতে পারে এমন আশঙ্কায় সেখান থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তিনি আরও জানান, এলাকায় সরকারবিরোধী প্রচারণা চালিয়ে রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি চেষ্টার অভিযোগে তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা এইনে একটি মামলা দায়েরে প্রস্তুতি চলছে। আগামীকাল সকালে তাদের আদালতে পাঠান হতে পারে।
এদিকে, বিএনপি নেতা কাজী মনিরুজ্জামান মনির ও মোরেলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বিএনপি সহসভাপতি মো. নুরুল ইসলাম বাগেরহাট ইনফোকে জানান, ঈদের আগের দিন ঢাকা থেকে ফিরে বিভিন্ন এলাকায়র ঈদ শুভেচ্ছা বিনিময় এবং সৌজন্য সাক্ষাতের অংশ হিসাবে রোববার সকালে ২০টি মোটরসাইকেল নিয়ে কাজী মনিরুজ্জামান নির্বাচনী এলাকা শরণখোলা যান।
এসময় কোন কারণ ছাড়াই বিএনপি নেতা মনিরুজ্জামান মনিরসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
২০ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই