বাগেরহাটের চিতলমারীর ডুমুরিয়া বাজারে দুবৃত্তদের দেওয়া আগুনে পুড়ে গেছে ৩ ব্যবসা প্রতিষ্ঠান।
বুধবার দিবাগত রাতে (আনুমানিক ২টা) দুর্বৃত্তরা এই অগ্নি সংযোগ করে বলে জানান দোকান মালিক।
আগুনে ব্যাবসায়ী সরদার মকিম হোসেন একটি মুদির দোখান, একটি মাছের খাবারের দোকান ও একটি ডিজেল-পেট্রোলের দোকান সম্পূর্ণ পুড়ে গেছে।
স্থানীয়রা জানায়, গত ৪ দিন আগে স্থানীয় একটি চিহ্নিত সন্ত্রাসীদের সাথে মকিমের তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়। এই ঘটনার জের ধরে অগ্নি সংযোগের ঘটনা ঘটতে পারে বলে ।
দোকান ৩টির মালিক সরদার মকিম হোসেন বাগেরহাট ইনফোকে জানান, রাতে তারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে যান। পরে রাত ২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে আসেন। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপকরা এ অগ্নিকাণ্ড ঘটিয়েছে বলে জানান তিনি।
এদিকে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মিঞা বাগেরহাট ইনফোকে জানান, গভীররাতে আগুন লাগার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সহয়তা করে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা এ অগ্নিকান্ড ঘটিয়ে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
তবে এঘটনায় বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চিতলমারী থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানান তিনি।
১৭ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই