বাগেরহাট শহরের নূর মসজিদ মোড় এলাকায় ফকির আবু তাহের (৩৫) নামে এক ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
মঙ্গলবার দুপুর আনুমানিক ১ টার দিকে এঘটনা ঘটে।
হামলার শিকার ইউপি সদস্য আবু তাহের বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের ৯নং ওয়াডের মেম্বর। তিনি ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা।
প্রতক্ষদর্শীরা বাগেরহাট ইনফোকে জানান, এসময় তাহেরের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা।
আশঙ্কাজনক অবস্থায় তকে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করা হয়।
জানা গেছে, মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদে ভিজিএফ-এর চাল বিতরণ করে তাহেরকে নিয়ে মটরসাইকেলে বাগেরহাট শহরের আসছিলে কাড়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম। পথে বৃষ্টি শুরু হলে তারা পৌর এলাকার নূর সমজিদ মোড়ের একটি মুদি দোকানে সামনে দাড়ান।
কিছু সময় পর বৃষ্টির মধ্যে হটাৎ ওই দোকানে এসে খোকন নামের এক যুবকের নের্তৃত্বে ৮-১০জন দা ও কুড়াল দিয়ে তাহেরকে এলোপাথাড়ি কুপিয়ে যখম করে।
কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ বশিরুল মুঠোফোনে বাগেরহাট ইনফোকে জানন, তাহেরের উপর হামলার সময় তিনি ঠেকানোর চেষ্টা কররে তার উপরও চড়াও হয় তারা (হামলাকারীরা)। এসময় দোকান থেকে বেরিয়ে দৌড়ে নিজেকে রক্ষা করেন তিনি।
এবিষয়ে বাগেরহাট মডেল থানার অফিচার্জ ইনচার্জ (ওসি) এরশাদুল কবীর চৌধুরী সথে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বিকার করে তিনি বাগেরহাট ইনফোকে জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও চিংড়ি ঘের নিয়ে বিরধর জের ধরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
তিনি বলেন, প্রাথমিকভাবে খোকন নামের স্থানীয় এক ব্যক্তি নাম শোনা যাচ্ছে। পুলিশ হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে।
১৫ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/এসআইএইচ-নিউজ এডিটর/বিআই