প্রচ্ছদ / খবর / মেয়রের চোখ ক্যামেরা

মেয়রের চোখ ক্যামেরা

ভিজিএফ এর চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতি রোধে ডিজিটাল প্রযুক্তির সহযোগীতা নিয়েছেন মংলা পোর্ট পৌরসভার মেয়র।
BagerhatPhoto3(14.10.13)সোমবার সরেজমিনে পৌর সভায় গিয়ে দেখা গেছে, মেয়র জুলফিকার আলী তার অফিসে বসে ক্লোজ সার্কিট ক্যামেরার মাধ্যমে  সকাল থেকে ভিজিএফ এর চাল বিতরণ মনিটরিং করছেন।
বিজিএফ এর উপকারভোগী সহিদুল বাগেরহাট ইনফোকে বলেন, অন্যান্য সময় চাল নিতে আসলে নির্ধারিত পরিমানের চেয়ে কম দেওয়া হত। হট্টোগোল, গন্ডোগোল লেগে থাকত। তবে এবার কোন সমস্যা হচ্ছে না। আমরা ন্যায্য প্রাপ্তি বুঝে পাচ্ছি।
পৌর সভার প্রথম শ্রেনীর নাগরিক এসএম সুমন বাগেরহাট ইনফোকে বলেন, পৌরসভার দুর্নীতি রোধে মেয়র পুরো পৌর সভায় যেভাবে ক্যামেরা বসিয়েছে তাতে কর্মচারীরা তাদের দ্বায়িত্ব পালনে সচেতন হচ্ছে। কর্মচারীরা ক্যামেরাকে মেয়রের চোখ ভেবে সর্বদা কাজে মনোযোগী হচ্ছে। এতে নাগরিকদের সেবার মান বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।
পৌর কর্মচারী নূর উদ্দিন হোসেন টুটুল বাগেরহাট ইনফোকে জানান, এবার ঈদ উপলক্ষে মংলা পৌরসভায় সরকারের তরফ থেকে ৪৬ দশমিক ২শ’ ১০ মেট্রিকটন চাউল বরাদ্দ হয়েছে। এ চাউল ৪ হাজার ৬শ’ ২১ দুঃস্থ ও অসহায়দের মাঝে ১০কেজি করে বিরণ করা হচ্ছে।
তিনি জানান, মেয়র সব সময় ক্যামেরার মাধ্যমে পর্যাবেক্ষণ করছেন। ফলে আমাদের জবাব দিহিতা থাকছে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বাগেরহাট ইনফোকে বলেন, চাউল বিতরণের অনিয়ম রোধে পুলিশ নজর রাখছে।
এব্যাপারে মোংলা পৌরসভার মেয়র জুফিকার আলী বাগেরহাট ইনফোকে জানান, পৌর সভার দুর্নীতির গ্লানী দূর, পৌর কর্মকর্তা, কর্মচারীদের দূর্নীতি হ্রাস, পৌর বাসীর সেবার মান বৃদ্ধির কথা মাথায় রেখে সম্প্রতি পৌরসভার পুরো ভবনকে ডিজিটালাউজ কার হয়েছে। এতে সকলের জবাবদিহিতা ও কাজের গতি বেড়েছে বলে তিনি মন্তব্য করেছে।
১৪ অক্টোবর ২০১৩ :: এমএম ফিরোজ, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই

About ইনফো ডেস্ক