বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যানের বাসের চাকায় পিষ্ঠ হয়ে মোতালেব শেখ (৫৫) নামে এক রিক্সা যাত্রী নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয় রিক্সা চালকসহ আরও দুই যাত্রী।
সোমবার দুপুর আনুমানিক পনে তিনটার দিকে বাগেরহাট পৌর এলাকার দাসপাড়া মোড়ে এ দূর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহত মোতালেব শেখের বাড়ি বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার এর বনগ্রাম এলাকায়।
আহত রিক্সা চালকের নাম শহিদুল ইসলাম (২৭)। সে শহরের নাগেরবাজার এলাকার বাসিন্দা। আহত অপর দু’জন রিক্সা যাত্রী পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার চরখালি গ্রামের কাদের মুনশি (৫০) ও তার স্ত্রী হেনয়ারা বেগম।
আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত কাদের মুনশি বাগেরহাট ইনফোকে জানান, তারা বাগেরহাট বাস স্টান্ড থেকে নেমে রিক্সায় করে শহরে যাচ্ছিলেন। এসময় পিছন দিক দিকে একটি বাস অথবা ট্রাক তাদের চাপা দেয়।
প্রত্যক্ষদর্শীরা বাগেরহাট ইনফোকে জানায়, চিতলমারীর পাটগাতী থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহি বাস বাগেরহাট শহরের প্রবেশের সময়ে দাসপাড়ার মোড়ে একটি রিক্সাকে পিছন দিক থেকে ধাক্কা দেয়।
এ সময়ে রিকশায় থাকা এক যাত্রীর মাথার উপর দিয়ে বাসটি চলে যায়। সে ঘটনাস্থলে মারা যায়। এতে গুরুতর আহত হয় রিক্সা চালকসহ অপর ২ যাত্রী।
তারা জানান, সম্ভবত বাসটি কোন হেল্পার চালাচ্ছিল। তা না হলে পর পর দুটি স্পিট ব্রেকার থাকা সত্বেও এমন দূর্ঘটনা হবার কথা নয়।
জানা গেছে ঘাতক বাসটির (খুলনা-ব-৫০) মালিক বাগেরহাট সদর উপজেলা চেয়ারম্যান খান মুজিবুর রহমান।
ঘটনার সত্যতা স্বিকার করে বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির বাগেরহাট ইনফোকে জানান, ঘতক বাসটিকে আটক করেছে পুলিশ। তবে দূর্ঘটনার পর চালক পালিয়ে যাওয় গেছে বলে জানান তিনি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে এক ব্যাক্তি জানান, বাসটি যেন পুলিশ থানায় নিতে না পারে এ জন্য স্থানীয় পৌরসভার সামনে বাসটির দু’টি চাকা পাঞ্চার করে রাখা হয়েছে।
১৩ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই