পূর্ব সুন্দরবন বনবিভাগের শরণখোলা রেঞ্চের খেজুরার চর এলাকায় কোস্টগার্ড ও বনদস্য শীর্ষ্য বাহিনীর মধ্যে বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে।
শনিবার ভোর ৪টা থেকে ঘন্টা ব্যাপি এ বন্দুক যুদ্ধে ৪টি আগ্নে অস্ত্র, দুই’শ রাউন্ড গুলি সহ অপহৃত পাঁচ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড।
উদ্ধারকৃত জেলেরা হলেন- মিজান (২৫), হাসান শেখ (১৫), আনোয়ার হাওলাদার (১৬), হানিফ (১৯), মুজিবর (১০)। তাদের সবার বাড়ি মোংলা উপজেলার সোইতলা ও আমড়াতলা গ্রামে।
মোংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোন এর আপারেশন কর্মকর্তা লে. কমান্ডার মহিউদ্দিন বাগেরহাট ইনফোকে জানান, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অপহৃত জেলে উদ্ধারে এই এলাকায় অভিজান চালায় কোস্ট গার্ড পশ্চিম জনের একটি টিম। এসময় দস্যুরা বনের ভেতর থেকে তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে তারাও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষ্যের মধ্যে এসময় থেমে থেকে প্রায় ঘন্টা ব্যাপি গোলাগুলি চলে।
এক পর্যায়ে দস্যুরা পিঁছু হটলে তাদের আস্তানায় তল্লাশি চালিয়ে ২টি নালা বন্দুক, ২টি এলজি, ২০০ রাউন্ড গুলি ও মুক্তিপণের দাবিতে অপহৃত ৫ জেলেকে উদ্ধার করা হয়েছে।
১২ অক্টোবর ২০১৩ :: ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই