বঙ্গোপসাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় “পাইলিন” আতংকে উপকুলবাসি। আবহাওয়া বিশেষজ্ঞেদের মতে, ভারতের উড়িষ্যা ও দক্ষিণ-পূর্ব উপকূলীয় অন্ধ্র প্রদেশে ঘণ্টার ২১০ থেকে ২৩০ কিলিমিটার বেগে আঘাত হানাতে পারে ঝড়টি।
তবে বাংলাদেশের উপকুলে আঘাত হানবে কিনা তা স্পষ্টভাবে জানাতে পারেনি আবহাওয়া বিভাগ।
ব্যাপক ধ্বংস যজ্ঞের ক্ষমতা সম্পন্ন ঘূর্ণিঝড়টি বর্তমানে ২শ থেকে ২শ ১০ কিলোমিটার গতিবেগে ভারতীয় উপকুলের দিকে এগুচ্ছে বলে ভারতের পশ্চিম বঙ্গের হলদিয়া আবহাওয়া বিভাগ থেকে বলা হয়েছে।
বাংলাদেশের উপকুলে আঘাত হানবে কিনা তা এখন পর্যান্ত স্পষ্ট করে জানা গেলেও আবহাওয়া বিভাগ সতর্কতা হিসেবে চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরসহ উপকুল সমূহকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত জারি করেছে।
এদিকে এ খবরে সুন্দরবনসহ উপকুলীয় জনপদে আতংক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার বিকালে সুন্দরবন উপকুলের দুবলার চর, শরনখোলা, রায়েন্দা, মংলা, মোড়েলগঞ্জ ও বাগেরহাটের প্রধান মস্যৎ বন্দর কেবি বাজারে খোজ নিয়ে জানাগেছে, সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের কারনে কয়েক’শ ট্রলার নিরাপদ আশ্রয়ে ফিরে এসেছে।
তবে মংলা বন্দরে অবস্থানরত বাণিজ্যিক জাহাজের পণ্য খালাস ও বোঝাই স্বাভাবিক রয়েছে বলে বাগেরহাট ইনফোকে জানিয়েছেন মোংলা বন্দর কতৃপক্ষের চেয়ারম্যান কমোডর এইচ আর ভুইয়া।
পূর্ব সুন্দরবর বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা আমির হোসাইন চৌধুরী বগেরহাট ইনফোকে জানান, সাগর উত্তাল হয়ে ওঠায় শুক্রবার বিকাল পর্যন্ত সমুদ্রে থাকা কয়েক হাজার মাছ ধরা নৌকা ও ট্রলার সুন্দরবনের বিভিন্ন নদী-খালে নিরাপদে আশ্রয়ের আশায় নোঙ্গর করেছে।
ঘূর্ণিঝড়টি বাংলাদেশ উপকুলে আঘাত হানার বিষয়ে আবহাওয়া বিভাগ সর্তকতা জারি করলে পূর্ব সুন্দরবন বিভাগে চলতি শুটকি মাছ আহরন মৌসুমে ৬টি জেলে পল্লীতে অবস্থানরত হাজার হাজার জেলে, বনজীবী, পর্যাটক ও বন বিভাগের কর্মকর্তা কর্মচারীদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনা হবে বলে জানান তিনি।
বাংলাদেশ জাতীয় মৎসজীবি সমিতি বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক মো: আব্দুল আজিজ ও সাগর থেকে ফিরে আসা কয়েক জেলে বাগেরহাট ইনফোকে জানান, আবহাওয়া অধিদপ্তর এর বিশেষ বুলেটিংএ বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলায়। উপকুলসহ সাগরে থাকা মাছ ধরা ট্রলার সমূহ নিরাপদ আশ্রয়ে ফিরে আসতে শুরু করেছে।
১১ অক্টোবর ২০১৩ :: ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই