বাগেরহাটের ফকিরহাটে চলন্ত মাইক্রোবাসে পাঁচ গরু ব্যবসায়ীকে মারধর করে ১০ লাখ টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার সকাল আনুমানিক ১০টা থেকে সাড়ে ১০ টার মধ্যে খুলনা-বাগেরহাট মহাসড়কের বেইলী ব্রীজ থেকে ফকিরহাট উপজেলার বৈলতলী এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এঘটনায় বৃহস্পিতিবার সন্ধায় ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ছিনতাইয়ের শিকার পাঁচ ব্যবসায়ী হলেন- পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার নলিতাতলা গ্রামের মো. জয়নাল, একই এলাকার সোনাখালী গ্রামের ইউনুস আলী ও বাবুল হাওলাদার, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সৎকার বেতমোড় গ্রামের জামাল উদ্দিন এবং বেতমোড় গ্রামের জালাল উদ্দিন।
তারা দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করে আসছেন বলে জানা গেছে।
ঐ ব্যবসায়ীদের বরাত দিয়ে ফকিরহাট থানা পুলিশ জানান, তারা খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গরুর হাটে গরু কিনতে যাচ্ছিলেন।
ফকিরহাট থানার উপ-পরিদর্শক মো. মতলেবুর রহমান ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীদের বরাত দিয়ে সন্ধায় বাগেরহাট ইনফোকে জানান, বৃহষ্পতিবার সকাল ৮টার দিকে পিরোজপুর ও বরগুরার ঐ পাঁচ গরু ব্যবসায়ী খুলনার ডুমুরিয়ায় গরু কেনার উদ্দেশ্যে পিরোজপুরের চরখালী ফেরিঘাটে আসে।
এসময় ফেরিঘাটে দাড়িয়ে থাকা সাদা রং এর একটি মাইক্রোবাসের জনপ্রতি ১২০ টাকায় ভাড়া চুক্তিতে তারা খুলনার উদ্দেশে রওনা হন।
মাইক্রোবাসটি পথে চরখালী ফেরি পার হবার পর দাড়িয়ে থাকা তিন যুবক মাইক্রেবাসটির গতিরোধ করে নৌবাহিনীতে চাকরীরত পরিচয়দিয়ে খুলনায় যাবেন বলে গাড়িতে উঠেন।
মাইক্রোবাসটি খুলনা-বাগেরহাট মহাসড়কের বাগেরহাট সদর উপজেলার শ্রীঘাট বেইলী ব্রীজের এলাকয় পৌছালে ওই তিন যুবক ব্যবসায়ীদের কাছে থাকা টাকা-পযসা তাদের দিয়ে দিতে বলে। এসময় টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মারধর ও ধারালো অস্ত্রের ভয়ভীতি দেখায় তারা।
এক পর্যায়ে জোর পূর্বক ঐ ব্যবসায়ীদের কাছে থাকা গরু কেনার ১০ লাখ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে মহাসড়কের ফকিরহাট বৈলতলীর ফাঁকা অংশে পৌছে তাদের জোর করে গাড়ী থেকে নামিয়ে দিয়ে মাইক্রোবাসটি মাওয়ার দিকে চলে যায়।
পরে তারা থানায় এসে অভিযোগ করেন।
এবিষয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আনোয়ার হোসেন বাগেরহাট ইনফোকে জানান, ওই ৫ গরু ব্যবসায়ী তাদের ১০লাখ টাকা ছিনতাই হয়েছে বলে পুলিশের কাছে দাবি করেছে। ঘটনার বর্ণনা শুনে মনে হচ্ছে ছিনতাইকারী চক্রটি আগে থেকেই এই গরু ব্যবসায়ীদের বিষয়ে খোঁজ নিয়ে পরিকল্পিতভাবে তাদের টাকা ছিনতাই করেছে।
ছিনতাইকারী চক্রটিকে চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে। তবে সন্ধায় থানয় একটি মামলা হলে ব্যবসায়ীদের কার কত টাকা ছিল তা সঠিক ভাবে জানাতে পারেনি তিনি।
১০ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এজি/এসআইএইচ-নিউজ ডেস্ক/বিআই