সুন্দরবনের পাদদেশে রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রতিবাদ ও অবিলম্বে এই বিদ্যুৎ কেন্দ্র নির্মান কাজ বন্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১ টায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলা শাখার উদ্যোগে শহরের পূরাতন কোর্ট প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে সাধনার মোড়ে সমাবেশ করে। কমিটির নেতাকর্মী ছাড়াও এতে অংশ নেয় বিভিন্ন সামাজিক, সাংকৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠনের নেতা কর্মীরা।
সমাবেশে বক্তব্য বাখেন- তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটির বাগেরহাট জেলা শাখার সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল, সিপিবি নেতা এ্যাড. ডাকুয়া মুনসুর আলী, শিল্পী সমার্দ্দারসহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বক্তৃতা করেন।
এসময় বক্তারা অবিলম্বে সুন্দরবন ধ্বংস করে বিদ্যুৎ কেন্দ্র নির্মানের সকল প্রকার কার্যক্রম বন্ধের জন্য সরকারে প্রতি আহবান জানান।
এদিকে, সকাল ১১টায় বাগেরহাট প্রেস ক্লাব এর সামনে থেকে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় বিজ্ঞান আন্দলন মঞ্চ।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় স্বাধীনতা উদ্দানে এসে সংক্ষিপ্ত সমাবেশ করে। এতে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যাক শিক্ষার্থী।
সমাবেশে বক্তব্য রাখেন, বিজ্ঞান আন্দলন মঞ্চের কেন্দিয় কমিটির দপ্তর সম্পাদক নাসির উদ্দিন প্রিন্স, জাহাঙ্গির নগর বিশ্ববিদ্যালয়ের আহবায়ক মেত্রী বর্মন, জাহিদ হাসান, সাকিব মাহামুদ প্রমুখ।
এসব সমাবেশে বক্তারা অবিলম্বে সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সকল প্রকার কার্যক্রম বন্ধের জন্য সরকারে প্রতি আহ্বান জানান। অন্যথায় কঠর কর্মসূচির সাধ্যমে সরকারকে এই প্রকল্প থেকে সরে আসতে বাধ্য করা হবে কলে ঘোষনা প্রদান করেন নেতারা।
০৯ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই