বাগেরহাটে বজ্রপাতে হিজবুল্লাহ সরদার (২৪) ও সোলায়মান শেখ (১৮) নামে দুই যুবকের মৃত্যু হয়েছে।
নিতহ হিজবুল্লাহ সরদারের বাড়ি সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের নওয়াপাড়া পাতলেখালি গ্রামের। সে ঐ এলাকার মোশারেফ সরদারের ছেলে।
হিজবুল্লাহের বাবা মোশারেফ হোসেন বাগেরহাট ইনফোকে বলেন, দুপুর আনুমানিক দেড়টার দিকে বৃষ্টির মধ্যে হিজবুল্লাহ বাড়ির পাশে মাঠে গরু গোসল করাতে যায়। তারপর আর ফিরে না আসায় তাকে খুঁজতে যাই। অনেক খোঁজাখুজির পর মাঠে গিয়ে দেখি হিজবুল্লাহ(ছেলে) মাঠের মধ্যে পড়ে আছে। পরে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে।
বাগেরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক আকরাম হোসেন বাগেরহাট ইনফোকে জানান, মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। বৃষ্টির সঙ্গে আকষ্মিক বজ্রপাতে হিজবুল্লাহ’র মৃত্যু হয়েছে বলে তিনি ধারনা করছি।
এদিকে বাগেরহাটের মংলায় বজ্রপাতে সোলায়মান শেখ (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে মংলার চিলা ইউনিয়নের হেতালমারীর একটি চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।
সোলায়মান চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া গ্রামের মোক্তার শেখের ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে সোলায়মান হেতালমারীর দুলালের ঘেরে মাছ কিনতে যান। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত সোলায়মান বিভিন্ন ঘের থেকে মাছ কিনে তা বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গেছে।
মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. মো. মিজানুর রহমান বাগেরহাট ইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
০৮ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই