বাগেরহাটে পরকীয়া সন্দেহে স্ত্রীর গলায় শাড়ী পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করল এক স্বামী। সোমবার রাতে বাগেরহাট সদর উপজেলার গোবরদিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পর পালিয়ে গেছে স্বামী রিকসা চালক আল আমিন মোল্যা (৩০)। তাদের চার ও তিন বছর বয়সী দুটি সন্তান রয়েছে।
নিহতের নাম আমেনা ওরফে রেশমা বেগম (২৫)। প্রতিবেশিদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে।
এই ঘটনায় নিহতের বাবা মুজিবর শেখ বাগেরহাট মডেল থানায় আল আমিন মোল্যার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
নিহতের বাবা মুজিবর শেখ বাগেরহাট ইনফোকে বলেন, পরকীয়ার মিথ্যা অভিযোগ তুলে মেয়ে আমেনাকে তার জামাতা আল আমিন মারধরের এক পর্যায়ে পরণের শাড়ী খুলে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেছে। বিয়ের পর থেকেই তার স্বামী যৌতুকের জন্য চাপ দিত। এসময় তিনি আমি আল আমিনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী জানান।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বাগেরহাট ইনফোকে জানান, ছয় বছর আগে সদর উপজেলার বাথশালা গ্রামের মুজিবর শেখের মেয়ে আমেনার সঙ্গে একই উপজেলার গোবরদিয়া গ্রামের সুলতান মোল্যার ছেলে আল আমিন মোল্যার বিয়ে হয়। বিয়ের পর তারা গোবরদিয়ার ইশরুল শেখের বাড়িতে ভাড়া থাকত।
ওই বাড়ির আরেক ভাড়াটিয়া আক্কাস শেখ নামে এক যুবকের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে এমন অভিযোগে আল আমিন তার স্ত্রী আমেনাকে প্রায় মারধর করত।
এক সপ্তাহ আগে আল আমিন ওই ভাড়া বাড়ি ছেড়ে নিজের বাড়িতে চলে যায়।
সোমবার রাতে একই বিষয় নিয়ে আল আমিন তার স্ত্রীকে মারধর শুরু করে। এক পর্যায়ে তার স্ত্রীর পরণের শাড়ী খুলে গলায় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে শোনা যাচ্ছে।
এদিকে যৌতুকের কারণে আমেনাকে তার স্বামী হত্যা করেছে বলে আমেনার পরিবার দাবী করেছে। পলিশ নিহতের স্বামী আল-আমিনকে আটকের চেষ্ট চালাচ্ছে।
০৮ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই