বাগেরহাটে হত্যা মামলার পলাতক ৩ আসামীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। পরে তাদের স্বীকারোক্তি অনুযাই একটি এলজি উদ্ধার করা হয়।
গত রাতে তাদের আটক করা হয়। রবিবার ভোরে তাদের নিয়ে অভিযানের পর ঐ আগ্নে অস্ত্রটি উদ্ধার করা হয় বলে ডিবি জানান।
আটককৃতরা হল- সদর উপজেলার মান্দ্রা বাদোখালী এলাকার সুমন সেখ (২৫), ঝুমকালিপুর এলাকার মোতালেব দর্জির ছেলে জসিম দর্জি (২১) ও হালিশহর এলাকার পুরেন কুমার বাড়ৈই এর ছেলে ভজন কুমার বাড়ৈই (২২)।
বাগেরহাট ডিবি পুলিশের উপ-পরিদর্শক এসআই আবু সিদ্দিক জানান, আটককৃত ওই ৩ সন্ত্রাসী বাগেরহাটের মান্দ্রা বাদোখালী এলাকার মসজিদের ইমাম ক্বারী মোহাম্মদ মাকসুদুর রহমান হত্যা মামলার পালাতক আসামী।
বাগেরাহট গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ডিবি) মো. রেজাউল করিম বাগেরহাট ইনফোকে জানান, আটক কৃতদের নিয়ে অভিযান চলছে। তাদেরকে আগামীকাল (সোমবার) আদালতে হাজির করা হবে।
তাদেরকে বিরুদ্ধে একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে এসাময় জানান তিনি।
এদিকে নাম প্রকাশ না করার শর্তে একটি পক্ষ জানিয়েছে, শাসাক দলের ছত্রছায়ায় সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়ন দাপিয়ে বেড়ানো এই সন্ত্রাসীদের ছাড়িয়ে নেয়ার জন্য এরই মধ্য একটি পক্ষ জোর তদ্বীর শুরু করে দিয়েছে।
০৬ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই