বাগেরহাটের ফকিরহাটে অস্ত্রের মুখে জিম্মি করে ৫লক্ষ টাকা মুল্যের ২টি মুভি ক্যামেরা ছিনতাই এর ঘটনা ঘটেছে।
বুধবার সন্ধা সোয়া ৭টার দিকে খুলানা-মংলা মহাসড়কের শুকদাড়া মহিষ প্রজনন উন্নয়ন খামারের সামনে এঘটনা ঘটে।
ভুক্তভগী আবুল বাসার বরাত দিয়ে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাগেরহাট ইনফোকে জানান, খুলনা সামসুর রহমান সড়কের পালকি মুভির দুই ক্যামেরাম্যান আবুল বাসার ও অমল দাশকে যমুনা ফিস নামে একটি মাছ কোম্পানীর অনুষ্ঠানের ভিডিও করার জন্য ভাড়া ঠিক করে বিকালে কাটাখালি আসার চুক্তি করে কয়েক ব্যেক্তি।
সে মোতাবেক ক্যামেরাম্যান আবুল বাসার ও অমল দাশ তাদের ব্যবহৃত প্রায় মুল্য প্রায় ৫লাখ টাকা মূল্যের দুইটি ভিডিও করা ক্যামেরা নিয়ে আসে বিকাল সাড়ে ৫টার দিকে কাটাখালি এলাকায় আসে।
পরে তদের কথা মতন একটি ইজিবাইক নিয়ে শুকদাড়া মহিষ প্রজনন উন্নয়ন খামারের নিকট পৌছালে এসময় সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা একটি প্রাইভেটকারে ৪/৫ জনের ছিনতাইকারী দলটি তাদের ২ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যামেরা ২টি ছিনতাই করে সাদা রংয়ের প্রাইভেটকার যোগে পালিয়ে যায়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট ইনফোকে জানিয়েছেন, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
০২ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই