বাগেরহাটের চিতলমারীতে এক চিংড়ি ঘের ব্যবসায়ীকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদন্ড ও ১ জনের যাবজ্জীবন কারাদন্ডাদেশ দিয়েছে বাগেরহাটের একটি আদালত।
বৃহষ্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ এসএম সোলায়মান জনাকীর্ণ আদালতে এই রায় প্রদান করেন।
মৃত্যুদন্ডাদেশ প্রাপ্তরা হলো- চিতলমারীরর কালশিরা এলাকার পুলিন বাড়ৈই এর ছেলে সত্যানন্দ বাড়ৈ ওরফে সত্য বাড়ৈ, নির্মল মজুমদারের ছেলে তপন মজুমদার ও বাগেরহাট সদর উপজেলার আড়পাড়া গ্রামের হেদায়েত শেখের ছেলে মুশফিকুর রহমান মুকুল।
যাবজ্জীবন দন্ড প্রাপ্ত চিতলমারীর কালশিরা এলাকার নগেন বিশ্বাষের ছেলে দিলিপ বিশ্বাষ। সেইসঙ্গে দিলীপকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
মামলার এজাহার থেকে জানাযায়, ২০০৩ সালের ৯ নভেম্বর রাতে পূর্ব শত্রুতার জের ধরে আসামীরা পরষ্পর যোগসাজসে চিতলমারীর রুবাইয়াকুল গ্রামের জগদিশ চন্দ্র ব্রক্ষ্ম’র ছেলে ভূপাল ব্রক্ষ্ম (৪৫) কে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনায় পরদিন ভূপালের ভাই অভিশেক ভ্রক্ষ্ম বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করে। তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই বাবুল চন্দ্র বনিক আদালতে ২০০৪ সালের ৩০ জুন ৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। আদালত ৩২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহন ও মামলার কার্যক্রম শেষে এই রায় প্রদান করেন।
চার্জশীট ভুক্ত আসামিদের মধ্য বাকী ৪ জন বাবুল রাম ব্রক্ষ্ম, বিথিকা বড়াই, গৌরঙ্গ বড়াই ও সঞ্জয় সরকাকে খালাস প্রদান করেন আদালত।
রায় ঘোষনার সময় যাবজ্জীবন দন্ড প্রাপ্ত দিলিপ বিশ্বাষ আদালতে উপস্থিত ছিল। এছাড়া বাকি আসামীরা পলাতক।
০৩ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই