ছাত্রদল করার দায়ে বাগেরহাটে দুই ছাত্রনেতা গাজী মিজানুর রহমান মিন্টু (২৫) ও ওসমান মল্লিকে (২৩) পিটিয়ে যখম করেছে সরকার দলীয় সন্ত্রাসীরা।
বুধবার সকালে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের বেনেগাঁতি গ্রামে ও যাত্রাপুর বাজার এলাকায় এই পৃথক ঘটনা ঘটে। তাদেরকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ছাত্রনেতা গাজী মিজানুর রহমান মিন্টু যাত্রাপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারন সম্পাদক এবং ওসমান মল্লিক একই ইউনিয়নের একজন কর্মী বলে জানিয়েছেন জেলা ছাত্রদলের সভাপতি মোল্যা সুজাউদ্দিন সুজন।
আহত মিজান যাত্রাপুর ইউনিয়নের আফরা গ্রামের গাজী রওশন আহমেদের ছেলে এবং ওসমান একই ইউনিয়নের বেনেগাঁতি গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।
বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছাত্রদল নেতা মিজানুর রহমান মিন্টু বাগেরহাট ইনফোকে জানান, সকাল দশটার দিকে বেনেগাঁতি গ্রামের নিজ জমিতে যাওয়ার পথে ওই এলাকার সরকার দলীয় সমর্থক সোহাগের নের্তৃত্বে ৪-৫ জন যুবক লাঠিসোটা ও লোহার রড নিয়ে কোন কারন ছাড়াই আমার পথরোধ করে এলোপাথাড়ী মারধর করে।
রড ও লাঠির আঘাতে শরীরের বিভিন্নস্থান ফুলে রয়েছে। মারধর করে তারা চলে যাবার সময় আমাকে ছাত্রদল না করতে শাসিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।
জেলা ছাত্রদলের সভাপতি মোল্যা সুজাউদ্দিন সুজন বাগেরহাট ইনফোকে জানান, শুধু মাত্র ছাত্রদল করার অপরাধে সরকার দলীয় সন্ত্রাসীরা তাদের দুই নেতাকে বেদম প্রহার করেছে। এসময় ছাত্রদলের নেতাদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
এব্যাপারে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবীর চৌধুরী বাগেরহাট ইনফোকে জানান, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
০২ অক্টোবর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই