আগামী ২২ অক্টোবর বিতর্কিত রামপাল বিদ্যুৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী।
বুধবার বিকেলে বিদ্যুৎভবনে রামপাল বিদ্যুৎ প্রকল্প নিয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে সাংবাদিকদে এ কথা জানান তৌফিক ই ইলাহী।
রামপাল বিদ্যুৎ প্রকল্পের বিরোধিতাকারীদের বক্তব্য তথ্য ও জ্ঞানভিত্তিক নয় বলেও উল্লেখ করেন তিনি বলেন, আমরা সুন্দরবনকে ভালোবাসি। প্রধানমন্ত্রীও সুন্দরবনকে ভালোবাসেন। অতএব সুন্দরবনের ক্ষতি হোক এমন কোনো কাজ এ সরকার করবে না।
সুন্দরবনেই কেন এই বিদ্যুৎকেন্দ্র?
সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনসংখ্যার ঘনত্ব ও কয়লা পরিবহনের বিষয়টি বিবেচনা করে ওই স্থানটি নির্ধারণ করা হয়েছে। এই বিদ্যুৎকেন্দ্র হবে উন্নতি প্রযুক্তি সম্পন্ন, এ জন্য পরিবেশ বা সুন্দরবনের কোনো ক্ষতি হবে না।
আবেগের ভিত্তিতে নয়, বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও এ সময় উল্লেখ করেন তিনি।
সংবাদ সম্মেলনে বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম বলেন, লংমার্চকারীদের অভিনন্দন। তাদের এ কর্মসূচি আমাদের জন্য সহায়ক হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব তাপস কুমার রায়, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব খান প্রমুখ।
২৫ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই