বাগেরহাট সদর থানা পুলিশ ১০ কেজি গাঁজাসহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
সোমবার গভীর রাতে সদর উপজেলার রাখালগাছী ইউনিয়নের বড় পাইকপাড়ার মানিকতলা ধরের ব্রীজ এলাকা থেকে তাদের আটক করে পুলিশ।
আটককৃতরা হলো কুষ্টিয়ার দৌলতপুর থানার ফিলিপনগর গ্রামের রেজউল হকের ছেলে উজ্জল হোসেন (৩০), একই এলাকার করেশ পরমানিকের ছেলে আঃ রাজ্জাক(৩৩), কুষ্টিয়ার উত্তর গ্রামের আঃ রহমানের ছেলে বাবলু মিয়া (৩২) ও মাদারীপুরের শিবচরের আঃ কাদেরের ছেলে আবু সাইদ (৩৫)।
প্রত্যাক্ষদর্শী ও পুলিশ জানায়, সোমবার গভীর রাতে বাগেরহাট-খুলনা মহা-সড়কের বড় পাইকপাড়ার মানিকতলার অদুরে একটি মাইক্রো হতে ফেলে দেওয়া দুটি বস্তায় ফেলে যায়। এসময় স্থানীয় বহু বির্তকীত কয়েকজন ব্যাক্তি তা নিয়ে বাড়িতে চলে যায়। এখবর এলাকাবাসির মধ্যে ছড়িয়ে পড়লে তারা পুলিশে খবর দেয়।
খবর পেয়ে সদর থানা পুলিশ এসে ২ টি বস্তা ভর্তি ১০কেজি গাজা উর্দ্ধার করে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির চৌধুরী বাগেরহাট ইনফোকে জানান, সোমবার রাতে গোপন সংবাদে খবর পেয়ে রুপসা-বাগেরহাট সড়কের ধরের ব্রীজের উত্তর পাশের ১০ কেজি গাঁজাসহ ওই ৪ গাজা ব্যাবসায়ীকে আটক করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।
এদিকে বিষয়টি নিয়ে এলাকাবাসির মধ্যে নানা গুঞ্জনের সৃষ্টি হলেও যে মাইক্রো হতে মাদক ফেলে দিলেও তা আটক করা সম্ভাব হয়নী।
১৯ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই