ফরমালিন মেশানোর অভিযোগে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বাগেরহাটে এক দুধ বিক্রেতা ও দুই ফল বিক্রেতাকে জেল ও জরিমানা করেছেন।
সোমবার দুপুরে শহরের ফলপট্টিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমাউন এ অভিযান পরিচালনা করেন।
এসময় দুধে ফরমালিন মেশানোর দায়ে কেশবপুর এলাকার আকুব আলীর ছেলে সোহারাব হোসেনকে ৩ মাসের কারাদন্ড প্রদান করেণ ভ্রাম্যমান আদালত এবং ফরমালিন মেশানো দুধ বিনষ্ট করা হয়।
এছাড়া দুটি ফলের দোকানে পেঁপে ও খেজুরে ফরমালিন পাওয়ায় আখি ষ্টোরের মালিক দুলাল কুন্ডুর ছেলে জয়দেব কুমার কুন্ডু ও মৃত আব্দুর জব্বারের ছেলে জাহাঙ্গীর হাওলাদারকে ৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট হুমাউন বাগেরহাট ইনফোকে জানান, নিয়মিত ফরমালিন বিরধী অভিজানের অংশ হিসাবে এই অভিজান চালান হয়।
এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলার সময় দুপুরে ওই এলাকার প্রায় ১৫টি মিষ্টির দোকান বন্ধ করে রাখে মালিকরা। পরে ভ্রাম্যমাণ আদালত চলে গেলে তারা আবার দোকান খোলে।
২৩ সেপ্টেম্বর ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।