বাগেরহাটের মংলার আবাসিক এলাকায় কাশবনের ভিতর থেকে একটি বিরল প্রজাতির মৃত চিতা বাঘের শাবক উদ্ধার করেছে কোস্টগার্ড।
বৃহস্পতিবার বিকালে ৫টায় ঐ এলাকা থেকে বিরল প্রজাতির বাঘের মৃত শাবকটিকে উদ্ধার কারা হয় বলে জানান কোস্টগাড পশ্চিমজোন।
তবে এ ঘটনায় জড়িত কাউকেই আটক করতে পারেনি তারা।
কোস্টগার্ড পশ্চিমজোনের অপারেশন অফিসার লে. কমান্ডার এম মহিউদ্দিন মজুমদার বাগেরহাট ইনফোকে জানান, বৃহস্পতিবার বিকাল গোপন সংবাদের ভিত্তিতে মংলার আবাসিক এলাকার কাশবনের ভিতর একটি চটের বস্তার মধ্য থেকে বিরল প্রজাতির একটি মৃত বাঘের শাবক তারা উদ্ধার করে।
পাচারের উদ্দেশে প্রাণীটি সুন্দরবন থেকে আনার পর কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায় বরে জনান ঐ কর্মকর্তা।
বনবিভাগের বরাত দিয়ে কোস্টগার্ডের ওই কর্মকর্তা বলেন, এটি একটি বিরল প্রজাতির বাঘের শাবক। প্রাণীটিকে ইংরাজীতে The Tiger; (Loos) ; Tiger’s Cub বলে।
উদ্ধারের পর বাঘ শাবকটিকে সন্ধায় ঢাংমারী ফরেষ্ট স্টেশনে হস্থান্তর করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০১৩ :: এমএম ফিরোজ, স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।