মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের দেয়া মৃত্যুদণ্ডাদেশ রায় প্রত্যাখ্যান ও হরতালের সমর্থনে বাগেরহাটে জামায়াত বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে।
মঙ্গলবার বিকাল ৩টায় জেলা জামায়াত শহরের মেগনিতলা এলাকা থেকে বিক্ষোভ একটি মিছিল বেরকরে।
মিছিলটি দশানী মোড়ে এলে পুলিশের বাঁধায় পড়ে। পরে পুনরায় মেগনিতলা জামায়াত কার্যালয়ের সামনে গিয়ে খুলনা-বাগেরহাট মহাসড়কের উপর বসে ও শূয়ে অবরোধ করে।
এ সময়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন, জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা মুজিবুর রহমান, মাওলানা রেজাউল করিম, জেলা সেক্রেটারী এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, শেখ মোহাম্মদ ইউনুস, অধ্যাপক ইকবাল হোসাইন প্রমূখ।
পরে পুলিশের হস্তক্ষেপে বেলা সোয়া ৪ টার দিকে তারা অবরোধ তুলে নেয়। এছাড়া জেলার অন্য কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা মিছিলের খবর পাওয়া যায়নি।
১৭ সেপ্টেম্বর ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।