“প্রকৃতি ও জীবন রক্ষার সংগ্রামে শামিল হন” স্লোগানে সুন্দরবন ধ্বংস করে রামপালে বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দবিতে বাগেরহাটে মানববন্ধন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে মঙ্গলবার দুপুর সাড়ে ১১টায় বাগেহাট কেন্দ্রীয় শহীদ মিনারে এ ছাত্র সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাগেরহাট জেলা সংসদ আয়জিত এ অনুষ্ঠানে অংশ নেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জতীয় কমিটি বাগেরহাট এর সদস্য সচিব ফররুখ হাসান জুয়েল বলেন, সুন্দরবন বাচাতে হলে এ বিদ্যুৎ প্রকল্প বন্ধ করা আবশ্যক। ঐতিহাসিক শিক্ষা দিবসের এই দিনে আজ বাগেরহাটের ছাত্ররা জেগে উঠেছে। তারা আজ নিজেদের সম্পদ তাদের অধিকার প্রতিষ্ঠার অন্দলনে নেমেছে।
এ আন্দলন সম্পদ রক্ষার এ আন্দলন নিজেদের অধিকার প্রতিষ্ঠার। তাই সবাইকে দেশের স্বার্থবিরধী রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মান চুক্তি প্রতিহত ও সুন্দরবন রক্ষার আন্দলনে শামিল হবার আহবান জানান তিনি।
বাগেরহাটে ছাত্র ইউনিয়নের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম সজিব এর সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তিতা করেন, ছাত্রনেতা তুহিন বিশ্বাস, সৈয়দ দ্বীপ, সাবেক ছাত্রনেতা জাহিদুল ইসলাম জাদু; পরিবেশ বীক্ষন বাগেরহাটে সরকার আহবায়ক সাদিয়া আফরিন, বাগেরহাটে সরকারী বালিকা বিদ্যালয়ের আহবায়ক ফারজানা ইসলাম আশা, বাগেরহাট সরকারী উচ্চ বিদ্যালয়ো ছাত্র সুমন বিশ্বাস প্রমুখ।
ঘন্টাব্যাপী এ আয়জন মুলত শিক্ষার্থীদের নিয়ে হলেও এতে সংহতি প্রকাশ অংশ নেন শিক্ষক, অভিবাবকরা, রাজনৈতিক নেতারা।
আয়জকরা জানান, প্রস্তাবিত বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে সুন্দরবন, দেশ ও দেশের পরিবেশ রক্ষা এবং আগামী ২৪-২৮ সেপ্টেম্বর তেল গ্যাস খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির ডাকা সুন্দরবন অভিমুখে লংমার্চে বাগেরহাটের ছাত্রসমাজকে উদ্বুদ্ধ করা ছিল আয়োজনের অন্যতম লক্ষ।
আয়জনে অংশ নেয় বাগেরহাট সরকারি পিসি কলেজ, বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়, বাগেরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুল সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক ছাত্র-ছাত্রী।
১৭ সেপ্টেম্বর ২০১৩ :: সুমন বিশ্বাস ও ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।