বাগেরহাটের কচুয়া থেকে জামায়াত ইসলামীর দুই ইউপি নেতাকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সোমবার ভোর রাতে ৪টায় কচুয়া উপজেলা সোনাকুড় ও কামারগাঁতি এলাকা থেকে থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা হলেন- উপজেলার ধোপাখালী ইউনিয়ন জামায়াতে আমির মওলানা আবতাব উদ্দিন (৫০) এবং মঘিয়া ইউপির ওয়ার্ডের আমির মৌলভী আলী আকবর (৫১)।
পুলিশ জানায়, গত ১৭ জুলাই বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া গ্রামে আওয়ামী লীগ ও জামায়াতে মধ্যে সংঘর্ষের ঘটনায় বাগেরহাট মডেল থানায় দায়ের করা একটি মামলায় জড়িত থাকার সন্দেহে তাদের আটক দেখানো হয়েছে। ওই মামলায় অজ্ঞাতনামা তিন থেকে চারশ জামায়াতের নেতা-কর্মীর নামে মামলা হয়।
বাগেরহাট জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ বাগেরহাট ইনফোকে বলেন, রাজনৈতিকভাবে হয়রাণি করতে তাদের মিথ্যা মামলায় পুলিশ আটক করেছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বাগেরহাট ইনফোকে জানান, বাগেরহাট সদর থানার একটি মামলায় জড়িত থাকার সন্দেহে এই দুই জামায়াত নেতাকে আটক করা হয়েছে। আটক কৃতদের দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
১৬ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই