বাগেরহাটের শরণখোলায় জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে ৪৬ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটক কৃতদের মধ্যে শিবিরের জেলা সেক্রেটারী ও ৩ থানার সভাপতি রয়েছে।
শুক্রবার বিকেল সাড়ে ৩ টার দিকে খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামস্থ উপজেলা জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলাম কবিরের বাড়িতে বৈঠক চলাকালে তাদেরকে আটক করে পুলিশ।
এদের মধ্য ছাত্রশিবিরে জেলা সেক্রেটারী মোঃ শামীম আহসান (২৬), শরনখোলার সভাপতি বেলাল, জামায়াতের শরনখোলা থানা সেক্রেটারী সরোয়ার হোসেন বাদলের নাম জানা গেছে। বাকীদের নামপরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।
জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ আজমল হোসাইন সন্ধ্যায়বাগেরহাট ইনফোকে বলেন, তাদের পূর্ব নির্ধারিত কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠানে যোগ দিতে তার সেক্রেটারী শরণখোলায় যান। অনুষ্ঠান শুরুর কিছু আগে নাশকতার মিথ্যা অভিযোগ এনে পুলিশ আমাদের নেতা-কর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে।
এমসময় তিনি অবিলম্বে তাদের মুক্তি দাবি করেছেন।
জামায়াতের উপজেলা সেক্রেটারী মাওলানা সরোয়ার হোসেন বাদল বাগেরহাট ইনফোকে জানান, মাসিক কর্মী শিক্ষা শিবির কর্মসূচীর আলোচনা চলাকালে পুলিশ তাদের নেতা-কর্মীদের আটক করেছে। এটা শিবিরের নিয়মিত বৈঠক বলে দাবি করেন তিনি।
শরনখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির রাত ৭ টা ৪০ মিনিটে বাগেরহাট ইনফোকে জানান, নাশকতামূলক কর্মকান্ড ঘটাতে জামাতের উপজেলা আমির মাওলানা মাওলানা রফিকুল ইসলাম কবিরের বাসয় শিবিরের গোপন বৈঠক চলছে এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ৪৬ নেতা-কর্মীকে আটক করেছে। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
জুমার নামাজের শেষে তাদের এ বৈঠক শুরু হয়।
আটককৃতরা সবাই জামায়াত ও শিবিরের সক্রিয় নেতাকর্মী। আটককৃতদের নামে কোন ধরনের মামলা রয়েছে কিনা তা ক্ষতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।
১৩ সেপ্টেম্বর ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।