বাগেরহাট-চিতলমারী আঞ্চলিক সড়কের হড়িখালী নামক স্থানে মাহামুদ মোল্লা (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮ টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে।
পুলিশ ধারনা করছে, অপহরণের পর শ্বাষ রোধ করে হত্যার পর সন্ত্রাসীরা ওই যুবকে সড়কের পাশের রাস্তায় ফেলে রাখে।
নিহত মাহমুদ মোল্লা ঢাকার একটি থাই এ্যালোমিনিয়াম গ্লাস ফ্যাক্টরীতে চাকুরী করত। সে মোড়েলগঞ্জের পঞ্চকরণ ইউনিয়নের দেবরাজ গ্রামের ইউনুস মোল্লার ছেলে।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির বাগেরহাট ইনফোকে জানান, ভোরে রাস্তার পাশের একটি অজ্ঞাত লাশ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
পরে খবর পেয়ে ওই মাহামুদ মোল্লার পিতা ও বোন এসে তাকে সনাক্ত করে।
এ সময়ে নিহত মাহমুদের পিতা ইউনুস মোল্লা জানান, বাগেরহাট শহরের বাসাবাটি এলাকার সেকেন্দার চাকলাদারের কন্যার সাথে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত সালিশ বৈঠকে যোগ দিতে মাহমুদ মোল্লা ঢাকা থেকে বৃহষ্পতিবার বাগেরহাট পৌর এলাকায় এসেছিল। পরে শুক্রবার ভোরে হাড়িখালী নামকস্থান থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এব্যাপরে বাগেরহাট মডেল একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সুত্রে জানান হয়েছে।
১৩ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।