বাগেরহাটের মোংলায় ছাত্রলীগ পরিচয়ধারী কতিপয় যুবকের হামরায় ছাত্রদল কর্মী মিলন ইজারাদার (৩০) নামের এক যুবক গুরুতর আহত হয়েছে।
বুধবার রাতে উপজেলার চিলা বাজারে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ পরিচয়ধারী রনি সরদার নামে এক যুবক এই হামলার ঘটনা ঘটে বলে মিলনের পরিবার দাবী করেছে।
মিলন স্থানীয় চিলা ইউনিয়নের গাববুনিয়া গ্রামের বিএনপি নেতা মোস্তফা ইজারদারের ছেলে ।
এঘটনায় বৃহস্পতিবার দুপুরে মিলনের বাবা মোস্তফা ইজারদার বাদী হয়ে মোংলা থানায় একটি মামলা দায়ের করেছে। মামলায় আসামি করা হয়েছে উপজেলার চিলা বাজার এলাকার বাসিন্দা তৈয়বুর রহমান ও তার ছেলে জালাল উদ্দিন।
মংলা থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল কাশেম বাগেরহাট ইনফোকে জানান, মিলনকে ক্ষুর দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কোপানো হয়েছে। তাকে প্রথমে মংলা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
মংলা উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. গালিব বলেন, মিলনের ডান হাত ও পিঠে ক্ষুর দিয়ে আঘাত করা হয়েছে। তবে পিঠের আঘাতটি গুরুতর।
মিলনের বাবা মোস্তফা বাগেরহাট ইনফোকে জানান, মিলনের শরীরের বিভিন্ন স্থানে ১২০টির মত সেলাই করা হয়েছে। ডাক্তার বলেছেন সেড়ে উঠতে সময় লাগবে।
মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বৃহস্পতিবার বিকালে বাগেরহাট ইনফোকে জানান, মিলনের বাবা বাদী হয়ে থানায় মামলা করেছে। আসামীকে ধরতে পুলিশি অভিযান অব্যহত রেখেছে।
১১ সেপ্টেম্বর ২০১৩ :: এমএম ফিরোজ ও ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।