বাগেরহাটের রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রকাশ্যে উপজেলার মাসিক সভায় ইউপি চেয়ারম্যান কর্তৃক জীবন নাশের হুমকি প্রদানের ঘটনায় রামপাল থানায় একটি সাধারন ডায়রি করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা মাসিক সমন্বয় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমানকে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পেড়িখালী ইউপি চেয়ারম্যান হাওলাদার রফিকুল ইসলাম বাবুল জীবন নাশের হুমকি প্রদান করে সভাস্থল ত্যাগ করেন।
এরপর ইউপি চেয়ারম্যান বাবুল তার ক্ষমতা জাহির করতে বিভিন্ন জায়গায় ফোন করে লোকজন উপজেলা পরিষদে এনে জড় করে। খবর পেয়ে জেলা প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করে।
উদ্ভুত পরিস্থিতি সম্পর্কে অবহিত করে জেলা প্রশাসক সহ উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর চিঠি পাঠনো হয়।
এদিকে সাবেক কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক সাথে উপজেলা প্রশাসনের মধ্যস্থতা করার কথা থাকলেও সেটি হয়নি।
এ ব্যাপারে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বাগেরহাট ইনফোর কাছে বিভাগীয় ব্যবস্থা গ্রহনের কথা স্বীকার করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) রেজাউল করিম জিডির কথা স্বীকার করে বাগেরহাট ইনফোকে জানান, এব্যাপারে বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে রয়েছে।
উল্লেখ্য ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে চার ডজন মামলা, জিডি ও বিভিন্ন প্রকারের অভিযোগ রয়েছে। এর মধ্যে ৪ টি হত্যা মামলা, নারী নির্যাতন, ডাকাতি সহ বিভিন্ন মামলা রয়েছে।
এছাড়া তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের আরএমও শুকান্ত দেবনাথকে মারপিট করে আহত করেন তিনি।
জেলা পুলিশের বিশেষ শাখা জানায়, বাবুল ডিএসবির মোস্ট ওয়ান্টেড। সম্প্রতিক সময়ে সে সাহিদা বেগম নামের এক গৃহবধুকে মারপিট করে ও শ্লীলতাহানী ঘটায়। এ ঘটনায় বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতে একটি মামলা হয়।
১০ সেপ্টেম্বর ২০১৩ :: এম, এ সবুর রানা, স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।