রামপালে ফয়লা বাজার এলাকায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সভায় ১৪৪ ধারা জারীর প্রতিবাদে বাগেরহাট সংবাদ সম্মেলন করেছেন কমিটির নেতারা।
শনিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলমে কমিটির সদস্য সচিব ডা. আব্দুল মতিন বলেন, সারা বিশ্বে যখন কয়লা বিদ্যুৎ কেন্দ্রের ক্ষতিকর প্রভাবের কারণে এধনণের বিদ্যুৎ কেন্দ্র নির্মান থেকে পিছু হটেছে। তখন সরকার সুন্দরবনকে ধ্বংস করতে সুন্দরবনের পাদদেশে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মানে অনড় ভূমিকা পালন করছে।
তিনি বলেন, যেখানে বাঘ রক্ষায় কোটি কোটি টাকার প্রকল্প করা হচ্ছে। সেখানে বাঘের আবাসস্থান সুন্দরবন ধ্বংস হলে বাঘও থাকবে না। মতিন জানান, সরকারের আজ্ঞাবহ কতিপয় ব্যক্তি এ ধরনের ক্ষতিকর প্রভাবের কথা জেনেও তারা এই প্রকল্প থেকে পিছু হটছে না। এই প্রকল্প সরকারকে জনবিচ্ছিন করছে। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পর্যন্ত তা বুঝতে চেষ্টা করছেনা।
এসময় উপস্থিত ছিলেন বাগেরহাটের বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাটের সভাপতি অধ্যাপক চৌধুরী আব্দুর রব, সফ দ্য সুন্দরবনের সভাপতি ড. ফরিদুল ইসলাম, স্থপতি ইকবাল হাবিব চৌধুরী, সেভ দ্য সুন্দরবনের সেক্রেটারি মোজাহিদুল ইসলাম, বাগেরহাট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ব্যারিস্টার জাকির হোসেন, তাহসিন আলী, সুশান্ত কুমার, সিপিবি নেতা ফকরুল হাসান জুয়েলসহ স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ, গতকাল (শুক্রবার) রামপাল উপজেলার ফয়লা বাজার এলাকায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের প্রতিবাদে ডাকা মানব বন্ধন ও সমাবেশ স্থলে স্থানীয় আওয়ামীলীগের পক্ষ থেকে নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে পাল্টা সমাবেশ ডাকায় স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারী করে।
স্থানীয় প্রশাসনের পক্ষথেকে জানান হয়েছে, একই স্থানে বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে পরষ্পর বিরোধী মানব বন্ধন ও সমাবেশ ডাকায় আইন-শৃংঙ্খলা রক্ষার স্বার্থে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান এই ১৪৪ ধারা জারি করেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা উপ-পরিদর্শক (এসআই) জগনাথ চন্দ্র জানান, রামপালে নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে দুটি গ্রুপের মানব বন্ধন ও সমাবেশ ডাকায় ফয়লা বাজার বাস স্ট্যান্ড ও আসপাশ এলাকায় আজ রাত ১২টা প্রর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়।
এদিকে, শুক্রবার রাত থেকে থেকে ওই এলাকায় অতিরুক্ত পুলিশ মোতায়েন করা হয়।
০৭ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।