বাগেরহাটের রামপালে তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পক্ষে-বিপক্ষে একই স্থানে সমাবেশ ডাকায় উপজেলার ফয়লা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার রাত সাড়ে ৯ টায় ফয়লা বাজার এলাকায় ১৪৪ ধারা জারী ঘোষনা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।
আগামীকাল শনিবার সকাল ৮ টা থেকে রাত ১২ টা পর্যন্ত ফয়লা বাজার এলাকায় এই ১৪৪ ধারা বলবৎ থাকবে।
এদিন সকাল ১১ টায় সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির ব্যানারে সুন্দরবন সংলগ্ন এলাকা রামপালের সাপমারী বিলে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মানের প্রতিবাদে এক মানব বন্ধন ও সমাবেশের কর্মসূচী ডাকা হয়েছিল।
এই মানব বন্ধন ও সমাবেশে পরিবেশবাদী নেত্রী তত্ত্ববধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা সুলতানা কামালের উপস্থিত হওয়ার কথা প্রচার করা হয়।
অপরদিকে স্থানীয় আওয়ামীলীগের পক্ষ থেকে নির্মানাধীন বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে একটি সমাবেশ ডাকা হয়েছিল। একই স্থানে পরষ্পর বিরোধী এবং বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে মানব বন্ধন ও সমাবেশ ডাকায় আইন-শৃংঙ্খলা রক্ষার স্বার্থে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান এই ১৪৪ ধারা জারি করেন।
রামপাল থানার উপ-পরিদর্শক ( এসআই) জগনাথ চন্দ্র বাগেরহাট ইনফোকে জানান, রামপালে নির্মানাধীন কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের পক্ষে ও বিপক্ষে দুটি গ্রুপের মানব বন্ধন ও সমাবেশ ডাকায় ফয়লা বাজার ও আসপাশ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ৯ টা থেকে প্রশাসনের নির্দেশে ১৪৪ ধারা সম্পর্কে মাইকিং করা হচ্ছে বলে জানান তিনি।
০৬ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।
বাগেরহাট ইনফো ডটকম।