মোংলা বন্দর জেটিতে রাখা জাপান থেকে আমদানি করা একটি রিকোন্ডিশর গাড়ি নদীতে পড়ে গেছে। তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায় নি।
বুধবার রাত সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে।
মংলা বন্দরের ডারেক্টর (ট্রাফিক) মাহবুব উল্লাহ বাগেরহাট ইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বন্দর সূত্র জানানো হয়েছে, জাপান থেকে আমদানি করা কয়েকশ’ রিকোন্ডিশন গাড়ি বেশ কয়েক মাস থেকে বন্দর জেটিতে রাখা ছিলো। এর মধ্যে একটি প্রাইভেট গাড়ি আজ(বুধবার) কাষ্টমারের কাছে বিক্রি করা হয়।
ক্রেতা গাড়িটি নেয়ার সময় তা বন্দর জেটি থেকে ছিটকে নদীতে পড়ে যায়।
বন্দর সূত্রে জানা গেছে, স্থানীয় ডুবুরিরা গাড়ি উদ্ধারের কাজ শুরু করেছে। তবে শেষ খবর পাওয়া প্রর্যন্ত এখনও গাড়িটি উদ্ধার করা সম্ভব হয়নি।
০৪ সেপ্টেম্বর ২০১৩ :: এমএম ফিরোজ, করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।