বাগেরহাটের ফকিরহাটে পৃথক স্থানে ৪টি মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে ১০লক্ষ টাকার ক্ষতি সাধন করেছে অজ্ঞাত দুবৃত্তরা।
উপজেলার লখপুর ইউনিয়নের খাজুরা ও বেতাগা ইউনিয়নের মাসকাটা এলাকায় এ ঘটনা ঘটেছে।
লখপুর ইউনিয়নের খাজুরা বিলের ঘের মালিক জাহাংগীর বাগেরহাট ইনফোকে বলেন, গতকাল গভীর রাতে তার প্রায় ৪একরের মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে অজ্ঞাত দুবৃত্তরা। এতে প্রায় ৫লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ঐ ঘের মালিক।
ইতিপূর্বে একই এলাকার আলমগীর হোসেনের পুকুরে বিষ প্রযোগ করে প্রায় ২লক্ষ টাকার ক্ষতি করে দুবুত্তরা। এছাড়া বেতাগা ইউনিয়নের মাসকাটা গ্রামের সাবেক ইউপি সদস্য এবারাৎ আলীর মৎস্য ঘেরে একই ভাবে বিশ প্রয়গ করে কেবা কাহারা প্রায় ৩লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
একের পর এক ঘেরে বিষ প্রয়োগ করে ক্ষতি সাধন করায় স্থানীয় মৎস্য চাষিদের মাঝে অজানা আতংক বিরাজ করছে।
ঘের মালিকদের দাবি একটি চক্র পূর্ব পরিকল্পিত ভাবে রাতের আধারে বিভিন্ন মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ লুট ও ক্ষতি সাধন করলেও তারা সব সময় ধরাছোয়ার বাইরে থেকে যায় তারা।
এব্যাপারে ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন বাগেরহাট ইনফোকে জানান, এখন পর্যন্ত এবিষয়ে থানায় কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত কয়েক সপ্তাহের ব্যাবধারে শুভদিয়ার ঘনশ্যামপুর, বাশবাড়িয়া, বেতাগার চাকুলী, কুমোরখালীসহ বেশ কয়েকটি স্থানে ব্যাপক ভাবে বেড়ে গেছে ঘেরে বিষ প্রয়োগ করে মাছ চুরি ঘটনা।
০৩ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।