বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর বিরুদ্ধে আশোভন আচরণের অভিযোগ উঠেছে।
বৃহষ্পতিবার বাগেরহাট চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের কর্মচারী মুকুল মোল্লা জেলা প্রশাসকসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে এই আশোভন আচরনের প্রতিকার চেয়ে আবেদন করেছেন।
লিখিত অভিযোগে জানা যায়, এসিল্যান্ড অফিসে ১৫০ ধারার মিস ২৬/১৩ মামলার বাদীর পক্ষে মুকুল মোল্লা হাজিরা প্রদান করেতে গেলে ইউএনও এএসএম এহতেশামুল হক আদালত চলাকালে উপস্থিত জনতার সামনে মুকুলের সাথে অশোভন আচরণ করেন।
এসময় ওই মামলা তহশিল অফিসের দাখিলকৃত প্রতিবেদন তিনি জনসমক্ষে কেটে দেন।
বিবাদীর কাছ থেকে বিশেষ সুবিধার বিনিময়ে তিনি এ ধরনের ঘটনা ঘটিয়েছে বলে মুকুল তার অভিযোগ পত্রে উল্লেখ করেন।
এছাড়া বাগেরহাট সদর ভূমি উন্নয়ন অফিস (এসিল্যান্ড) এর নামপত্তনসহ বিভিন্ন ধরনের মামলা নিয়ে ইউএনও এএসএম এহতেশামুল হকের বিরুদ্ধে বিশেষ সুবিধা গ্রহনের একাধিক অভিযোগ রয়েছে বলে নাম প্রকাশ না করার শর্তেবাগেরহাট ইনফোকে জানান এসিল্যান্ড অফিসের একাধিক কর্মচারী।
এবিষয়ে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম এহতেশামুল হক বাগেরহাট ইনফোকে জানান, মুকুলের প্রতি দাবী নিয়ে একটি উক্তি করা হয়েছিল। পরে নিজেদের মধ্যে ভূল বুঝাবুঝির অবসান হয়েছে।
২৯ আগষ্ট ২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।