ইসলামী শাসনতন্ত্র (ইশা) ছাত্র আন্দোলনের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বাগেরহাটে দলের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে শহরের স্বাধীনতা উদ্যানে এ সম্মেলনে আয়জন করা হয়।
সম্মেলনে প্রধান অথিতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগরের সভাপতি অধ্যাপক এটি এম হোময়েত উদ্দিন বলেছেন, স্বাধীনতার ৪২ বছর পেরিয়ে গেলেও বাংলার মানুষ শান্তির আশায় কখনও বিএনপি আবার কথনও আওয়ামী লীগের সাথে যুক্ত হয়ে ক্ষমতার পালাবদল ঘটিয়েছে। কিন্তু মানুষ তাতে কখনও শান্তির সুবাতাস পায়নি।
যারাই ক্ষমতা পেয়েছে তারাই দূর্নীতির শীর্ষে অবস্থান করেছে। একমাত্র ইসলামই যে শান্তি দিতে পারে তা মানুষ ভুলে গেছে। আর এই গণমানুষকে সচেতন করার লক্ষে শান্তির দাওয়াত ঘরে ঘরে পৌছে দেওয়ার কাজ করে যাচ্ছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন।
তিনি বলেন, সারা দেশের বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ, ছাত্রদল ও ছাত্র শিবিরের সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে শিক্ষার পরিবেশ কলুষিত করছে।
তাই বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে দলগুলোর সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারকে কঠোর পদক্ষেপ গ্রহনের দাবি জানান তিনি।
ইশা ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি মু. মাহফজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ইশা ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা মহনগরের প্রচার সম্পাদক এইচ এম সাইফুল ইসলাম, বাগেরহাট জেলা শাখার সভাতি অধ্যক্ষ মাওলানা রুহুল আমিন, ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মু. আল-আমীন, মো: মামুনুর রশীদ প্রমুখ।
২৯ আগষ্ট ২০১৩ :: এস.এস শোহান ও ইনজামামুল হক,
বাগেরহাট ইনফো ডটকম।।