সুন্দরবরে বিভিন্ন এলাকায় কোষ্টগার্ডের রাতভর অভিযানে বনদস্যু জাহাঙ্গীর বাহিনীর ৩ বনদস্যু আটক। এ সময়ে সময়ে অপহৃত ২ জেলে, ৭ টি আগ্নেয়াস্ত্র ও ১০৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে কোষ্টগার্ড।
মঙ্গলবার দুপুর আড়াইটা থেকে মংলা কোষ্টগার্ড এই অভিযান শুরু করে এবং বুধবার ভোর সাড়ে ৫ টায় অভিযান সম্পন্ন করে। এ সময়ের মধ্যে ৩ বনদস্যু আটক ও আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করে। আটককৃতরা হলো জাহাঙ্গীর বাহিনীর সদস্য আমির আলী (৩২, জব্বার (৩০) ও শাহজাহান (২৬)। সুন্দরবনের কাটেশ্বর ও কলাবাড়িয়া খাল এলাকা থেকে এই বনদস্যুদের আটক করা হয়।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে ৩ টি ১ নলা বন্দুক, ২ টি এলজি, ২ টি ওয়ান শুটার গান, ৪ টি দেশী ধারালো অস্ত্র ও ১০৭ রাউন্ড গুলি।
বুধবার কোষ্টগার্ডের মংলাস্থ পশ্চিম জোনের লে.কমান্ডার মহিউদ্দিন মজুমদার জানান, বনদস্যু নিমূল অভিযানের অংশ হিসেবে কোষ্টগার্ড সুন্দরবনে গহীনারন্যে মঙ্গলবার দুপুর থেকে অভিযান পরিচালনা করে। এই অভিযান বুধবার ভোর পর্যন্ত চলে।
এই অভিযানের সময়ে সুন্দরবনের কাটেশ্বর ও কলাবাড়িয়া খাল এলাকা থেকে ৩ বনদস্যু আটক, অপহৃত ২ জেলে, চারটি ধারালো অস্ত্র ও একটি মাছ ধরার ট্রলার উদ্ধার করা হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।