বাগেরহাট সদর উপজেলার সৈয়দপুর এলাকায় জেলা পরিষদের পুকুর থেকে আবাদে চলছে অবৈধ বালু উত্তলন। ফলে ওই পুকুরের আশপাশের ব্যাপক এলাকায় ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।
জেলা পরিষদের আওতাধীন জমিসহ ব্যক্তি মালিকানার জমিও ওই পুকুরের গর্ভে চলে চাওয়ার আশংকা করছে এলাকাবাসী। এব্যাপারে বাগেরহাট জেলা পরিষদের দপ্তরে একাধিক অভিযোগ দেওয়া হলেও কর্তৃপক্ষ নিরব ভূমিকা পালন করছে বলে অভিযোগ জানান এলাকাবাসী।
স্থানীয়রা বাংলানিউজকে জানান, ইতিপূর্বে স্থানীয় সরকার দলীয় প্রভাবশালীরা প্রায় দেড় লক্ষাধিক টাকার বালু উত্তোলন করে বিক্রি করে। চলতি মাসের ১৭ তারিখে থেকে পুনরায় ওই প্রভাবশালীরা আরাও বালু উত্তোলনের ড্রেজার মেশিন বসিয়ে বিভিন্ন ব্যক্তির নিকট বালু বিক্রি করলেও কতৃপক্ষ কোন পদক্ষেপ নিচ্ছেন না। ফলে সৈয়দপুর এলাকার ব্যাপক অংশ ও গাছপালা জেলা পরিষদের ওই পুকুরের গর্ভে ভেঙ্গে পড়ার আশংকা দেখা দিয়েছে।
এ ব্যাপারে বাগেরহাট জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা একেএম জাকির হোসেন জানান, জেলার বিভিন্ন এলাকায় জেলা পরিষদের পুকুর থেকে পানি ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে তবে কোথায় বালু উত্তোলন করার অভিযোগ নেই।
এবে এ ধরনের কোন অভিযোগ পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
২৬ আগষ্ট ২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।