বাগরেহাট শহরের নতুন কোর্ট ও পুলিশ সপারের কার্যালয়ের পাশে গত রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গত রাতের কোন এক সময় এখান কার ৫টি দোকানে চুরি সংগঠিত হয় বলে জানান স্থানীয়রা।
সকালে স্থানীয়রা দোকানের শাটারের তালা ভাঙা দেখে প্রথমে দোকান মালিকদের খবর দেন। শহরের নতুন কোট এলাকার কালাম সরদার মার্কেট এর পলাশ কম্পিউপার এন্ড ফটোষ্টাটের মালিক পলাশ জানান, সকালে দোকান খুলতে এসে তিনি তার দোকানের শাটারের তালা ভাঙা এবং পাসের নাজমুল এন্টারপ্রাইজ দোকানের একটি শাটার খোলা দেখতে পান। এসাময় দোকানের সামনে তালা ভাঙা পড়ে থাকতে দোখে তিনি দোকানের মালিককে জানান।
পরে অন্যন্য দোকানের লোকজন এলে পাসের একটি হোটেল (রেস্তরা) সহ মোট ৪টি দোকানের তালা ভাঙা দেখতে পান। এর মধ্য নাজমুল এন্টারপ্রাইজ এর কিছু মালামাল খুয়া যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এদিকে এই ঘটনাস্থল ও পুলিশ সপারের কার্যালয়ের পাসে আরও একটি ষ্টেশনারী দোকানে চুরির ঘটনা ঘটেছে।
দোকানে মালিক হাছান সরদার জানান, সকালে দোকানের তালা ভাঙা ও শাটারের ঝাপ খোলা দেখে স্থানীয়রা তাকে খবর দিলে তিনি এসে চুরির বিষয়টি নিশ্চিত হন। এসময় তিনি দোকানে থাকা নগদ ৮৫০০টাকা, মোবাইলের রিচার্জ কার্ডসহ প্রয় ১৫০০০/২০০০০ হাজার টাকার মালামাল চুরি যাবার ওভিযোগ করেন।
ঘটনা স্থালের পাসেই পুলিশ সপারের কার্যালয়, জোলখানা, জর্জ কোর্ট ও জেলা প্রশাসকের কার্যালয়ের থাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম উদাসিনতার অভিযোগ করেছে স্থানীয়রা।
বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরসাদুর কবির চৌধরী সকালে জানান, এখন পর্যন্ত এঘটনায় কেউ অভিযোগ করেনি। তবে বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানান তিনি।
বাগেরহাট ইনফো ডটকম।।