পরিবেশবাদী সংগঠন ও বিশেজ্ঞদের প্রবল আপত্তি সত্বেও প্রস্তাবিত কয়লা ভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্রের এনভায়রনমেন্টাল ইমপ্যাক্ট অ্যাসেসমেন্ট (ইআইএ) রিপোর্ট অনুমোদন দিয়েছে পরিবেশ অধিদফতর।
পরিবেশবাদী আন্দোলনের অন্যতম নেতা ইকবাল হাবিব জানান, ইআইএ’র আগে পুলিশ লেলিয়ে দিয়ে জমি দখল হরা হয়েছে। একে ইআইএ না বলে ইএমপি (পরিবেশ ব্যবস্থাপনা প্ল্যান) বলা উৎচিত। ইআইএ রিপোর্ট অনুমোদনের পর কাজ শুরু করার কথা। কিন্ত এখানে আগে থেকেই মাটি ভরাট সহ অন্যান্য কাজ শুরু করা হয়েছে।
এতো আপত্তি সত্বেও সুন্দরবনের পাশে রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পক্ষে মত দিয়েছে পরিবেশ অধিদফতর।
নাম প্রকাশ না করার শর্তে পরিবেশ অধিদফতরের এক কর্মকর্তা বলেন, ঈদের ৩ দিন আগে পরিবেশ অধিদফতর চুড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে রামপালে বিদ্যৎকেন্দ্র নির্মাণে পরিবেশ অধিদফতরের আর কোন আপত্তি থাকলো না।
তিনি আরও বলেন, বারবার আমরা পিডিবিকে তাদের দেওয়া ইআইএ ফেরত পাঠিয়েছি। সর্বশেষ অষ্টম দফায় ইআইএ অনুমোদন দেওয়া হয়েছে। তবে বিদ্যৎকেন্দ্র চালুর আগে আমাদের দেওয়া শর্তগুলো তারা আদৌ পালন কেরছে কিনা, তা খতিয়ে দেখার সুয়োগ রয়েছে। সেক্ষেত্রে শর্তভঙ্গের কোনো কিছু পেলে তাদের ছাড়পত্র বাতিল করা হবে।
সুত্র: বাংলানিউজ।
বাগেরহাট ইনফো ডটকম।।