নিবন্ধন অবৈধ ঘোষণার প্রতিবাদে ও কারাগারে আটক কেন্দ্রীয় নেতাকর্মীদের মুক্তির দাবিতে জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে মঙ্গলবার সকালে বাগেরহাট জেলা জামায়াতের উদ্যোগে শহরের বিক্ষোভ মিছিল ও সড়ক অররোধ করা হয়।
মঙ্গলবার সকালে শহরের মেগনিতলা এলাকা থেকে জামায়াত-শিবির কর্মীরা প্রথমে একটি বিক্ষোভ মিছিল বের করে। পরে বাগেরহাট-খুলনা মহাসড়কের বকুলতলা এলাকায় তারা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে।
প্রায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধের পর পুলিশ এসে অবরোধ তুলে দেয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্ততা করেন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাও. রেজাউল করিম, সেক্রেটারী এ্যাড. শেখ আব্দুল ওয়াদুদ, শেখ মোহাম্মদ ইউনুস, অধ্যাপক ইকবাল হোসাইন, ডা. আব্দুল লতিফ, মাও. মিজানুর রহমান মল্লিক প্রমুখ।
হরতাল পরিস্থিতি নিয়ে সকাল ১১টা ২০মিনিটে বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, জামাতের ডাকা হরতালে যেকোন ধরনের নাশকতা এড়াতে আইন-শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। হরতালকে কেন্দ্র করে কোথাও কোন অপ্রিতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। জনজীবণ স্ববভাবিক রয়েছে।
এদিকে হরতালে বাগেরহাটের অভ্যান্তরীন রুটসহ দুরপাল্লার কোন যানবাহন চলাচল করতে দেখা যায়নি। তবে জেলার বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে পিকেটিং করে জামায়াত-শিবির কর্মীর যানবাহন থেকে যাত্রীদের নামিয়ে দেয়।
উল্লেখ্য, নিবন্ধন বাতিল করার প্রতিবাদে ১২ ও ১৩ আগস্ট সোম ও মঙ্গলবার দেশব্যাপী ৪৮ ঘণ্টার লাগাতার হরতালের ডাক দেয় জামায়াত। তবে অনিবার্য কারণ বশত একদিন পিছিয়ে ১৩ ও ১৪ আগস্ট হরতাল ঘোষণা করে দলটি।
এদিকে ঈদের পরপরই আকস্মিক এ হরতালের কারণে বিপদে পড়ে ঈদ উপলক্ষ্যে ঘরে ফেরা মানুষেরা। হরতালের কারণে ছুটি শেষে যথাসময় কর্মস্থলে যোগদিতে পারছেনা তারা।