বাগেরহাটের মুক্ষাইট বাজরে এলাকায় শনিবার বিকলে বিএনপি ও আওয়ামীলীগের সংঘর্ষের ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৩৫০-৪০০ বিএনপি নেতা-কর্মীর নমে বাগেরহাট সদর মড়েল থানায় মামলা দায়ের ।
আজ (রবিরার) রাত ১২টা ৩০ এর সময় সংঘষে আহত বাগেরহাট মড়েল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম এ মামলা দায়ের করেন।
মামলায় ৩৫০-৪০০ বিএনপি নেতা-কর্মীকে আসামী করা হয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরসাদুর কবির চৌধরী রাত ১২টা ৪০মিনিটে বাগেরহাট ইনফোকে জানান, শনিবার বিকলে মুক্ষাইট বাজরে বিএনপি ও আওয়ামীলীগের সংঘর্ষের ঘটনায় আহত থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম রাতে বাগেরহাট থানায় ৩০ জনের নাম উল্লেখ সহ ৩৫০-৪০০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
তবে তাৎক্ষণিক ভাবে তিনি আমামীদের নাম জানাতে পারেননি।
উল্লেখ, গতকাল (শনিবার) বাগেরহাটের মুক্ষাইট বাজরে বিএনপি অফিস উদ্বোধনী অনুষ্ঠান ও আওয়ামী লীগের ১৫ আগস্ট উপলক্ষে প্রস্তুতি সভা থেকে উভয় পক্ষের মঝে ব্যপক সংঘর্ষ, ভাংচুর ও গোলাগুলির ঘটনা ঘটে।
Related Post :- বাগেরহাটে আওয়ামীলীগ ও বিএনপি’র মধ্যে সংঘর্ষ-গোলাগুলি, উভয়পক্ষের অফিস ভাংচুর
বাগেরহাট ইনফো ডটকম।।