বাগেরহাটে সহ দক্ষিনাঞ্চলের সর্ববৃহত্তর ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে ঐতিহাসিক ষাটগুম্বজ মসজিদে।
সকাল ৯ টায় ও সাড়ে নয়টায় দুটি ঈদের জামাতে নামাজ আদায় করেন দেশী-বিদেশী পর্যটন সহ প্রায় ২৫ হাজার মুছল্লি।
প্রথম জামাতে ইমামতি করবে হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান ও দ্বিতীয় জামাতে ইমামতি করবেন ষাটগুম্বজ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।
এসময় এক কাতারে ঈদের নামাজ নামাজ আদার করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, ব্যবসায়ী-শিল্পপতিসহ নগরীর বিভিন্ন স্থান থেকে আসা সাধারণ মানুষ।
নামাজ শেষে দক্ষিনাঞ্চলের সমৃদ্ধি এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এদিকে, শহরের প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় সকাল ৮ টায় বাগেরহাট আলিয়া মাদ্রাসা মাঠে।
এছাড়া শহরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত ঈদের নামাজ অনুষ্ঠিত হয়।
বাগেরহাট ইনফো ডটকম।।