প্রতি বছরের ন্যায় এবারও বাগেরহাটে বৃহত্তর ঈদের জামাত অনুষ্ঠিত হবে বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বজ মসজিদে।
ঈদের দিন সকাল ৯ টায় ও সাড়ে নয়টায় মোট দুটি ঈদের জামাত হবে এখানে। প্রথম জামাতে ইমামতি করবে হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান ও দ্বীতিয় জামাতে ইমামতি করবেন ষাটগুম্বজ মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন।
ষাটগুম্বজ মসজিদের খতিব মাও. মো. হেলাল উদ্দিন বৃহস্পতিবার বাগেরহাট ইনফোকে জানান, আবহাওয়া ভাল থাকলে ষাটগুম্বজ মসজিদে প্রতিবছরের ন্যায় দুই জামাতে দেশী-বিদেশী পর্যটকসহ প্রায় ২৫ হাজার লোক ঈদুল ফিতরের নামাজ আদায় করবে।
এটিই বাগেরহাটসহ দক্ষিনাঞ্চলের সর্ববৃহত ঈদের জামাত বলে তিনি দাবী করেন।
এদিকে, শহরের প্রধান ঈদ জামাত সকাল ৮ টায় বাগেরহাট শহরের আলীয়া মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
এছাড়া সকাল ৮ টায় খারদ্বার ঈদগাহ ময়দান, সাড়ে ৮ টায় পুরাতন কেন্দ্রিয় কোট মসজিদ, নতুন কোট জামে মসজিদে, খানজাহান আলী দরগাহ জামে মসজিদ, মিঠা পুকুর পাড় জামে মসজিদ, সোনাতলা আউলিয়াবাদ জামে মসজিদ, সরুই হাজী আরিফ জামে মসজিদ, , সকাল পৌনে ৯ টায় রেলওয়ে জামে মসজিদ সহ বেশ কয়েকটি বড় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বাগেরহাট ইনফো ডটকম।।