প্রচ্ছদ / খবর / বাগেরহাটে চাঁদা আনতে গিয়ে গণপিটুনির শিকার এক চাঁদাবাজ

বাগেরহাটে চাঁদা আনতে গিয়ে গণপিটুনির শিকার এক চাঁদাবাজ

বাগেরহাটে চাঁদা আনতে গিয়ে বাসার তরফদার (২৭) নামের এক চাঁদাবাজ গণপিটুনির শিকার হয়েছে।

BagerhatNews04.08.13(4)রবিবার গভীর রাতে সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কার্তিকদিয়া গ্রামে এ গণপিটুনির ঘটনা ঘটে। বাসার তরফদার কার্তিকদিয়া গ্রামের সিদ্দিক তরফদারের ছেলে।

এসময় তার কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

এলাকাবাসি জানায়, রবিবার রাতে সদর উপজেলার কার্তিকদিয়া গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে জাহান আলী বিশ্বাসের বাড়িতে বাশার তরফদারের নেতৃত্বে ৫/৬ জন সন্ত্রাসী চাঁদা আনতে যায়। চাঁদার টাকা না পেয়ে তারা জাহান আলীকে মারপিট করতে থাকে। এসময় তার স্ত্রী কৌশলে পালিয়ে এলাকাবাসিকে খবর দেয়। পরে এলাকাবাসি ওই বাড়ি ঘিরে বাশারকে ধরে ফেলে গণ-পিটুনি দেয়। এসময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সহায়তায় গ্রাম পুলিশরা তাকে উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতালে প্রেরন করে।

বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির জানায়, গুরুতর আহত বাশারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার দুপুরে তার বিরুদ্ধে বাগেরহাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাশারের বিরুদ্ধে ডাকাতি, অপহরণ, ছিনতাইসহ একাধিক অভিযোগ রয়েছ, বলে জানান তিনি।

0৪ আগষ্ট ২০১৩ ::  আবু সাঈদ শুনু, বাগেরহাট ইনফো ডটকম।।

 

About ইনফো ডেস্ক